Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। সম্প্রতি এক সাক্ষাৎকারের স্লিভলেস ব্লাউজ পরা নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। অভিনেত্রীর কথায়, কাজের প্রয়োজনে বারবার স্লিভলেস ব্লাউজ পরতে বলা হলেও তিনি সে পথে হাঁটেননি। তাঁর মতে, স্লিভলেস ব্লাউজে স্বচ্ছন্দ নন তিনি। তবে অভিনেত্রীর এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষ শুরু হয়। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী । কী বললেন অভিনেত্রী ? স্লিভলেস ব্লাউজ পরা নিয়ে তাঁর কী মতামত ?
সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ (Shweta Bhattacharya)
অভিনেত্রী শ্বেতার এমন মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল (Shweta Bhattacharya) বিতর্ক। অনেকেই অভিনেত্রীকে সমর্থন জানিয়ে বলেন, তাঁর এই স্পষ্ট মন্তব্য নতুন অভিনেত্রীদের কাছে প্রেরণা। আবার অনেকে প্রশ্ন করেন , স্লিভলেস ব্লাউজ পরাটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ হলেও ,তা নিয়ে এমন জোড়াল মন্তব্য করা কী আদৌ দরকার ছিল ? এরই মাঝে কিছুজন শ্বেতাকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর (Sai Pallavi) সাথে তুলনা করেন। যদিও শ্বেতা সাই পল্লবীকে চেনেন না বলে মন্তব্য করেছেন।
প্রথম থেকেই সিদ্ধান্তে অনড় (Shweta Bhattacharya)
দীর্ঘ ১৭ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ছিল ‘ সিঁদুর খেলা’ । একের পর এক ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে। মাঝে ‘প্রজাপতি ‘ ছবিতে দেবের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। আর প্রত্যেকটি কাজের চরিত্রে তিনি ছোট পোশাক পরে অভিনয় করবেন না বলেই দিয়েছিলেন। অভিনেত্রী শ্বেতা স্পষ্ট বলেন, ” তিনি কারোর পোশাক নিয়ে কিছু বলতে চাননি। ” তিনি মনে করেন ইন্ডাস্ট্রিতে তিনি এসেছেন প্রতিভা দেখিয়ে উপার্জন করতে, শরীর দেখিয়ে নয়। তাছাড়া ছোট পোশাক ছাড়াও তিনি এত বছর কাজ করে আসছেন।
প্রশংসা করা
অভিনেত্রী শ্বেতার এমন মন্তব্যকে অনেকে অন্যরকম ভাবেও নিয়েছেন। তবে অভিনেত্রী মনে করেন , স্লিভলেস ব্লাউজে তাঁকে মানায় না ,তিনি স্বচ্ছন্দবোধ করেন না ,তাই তিনি পরেন না । তবে অন্য কাউকে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে, তাঁর সহ অভিনেত্রী মিশমি দাসের (Mishmee Das) নাম উল্লেখ করেন। শ্বেতার মতে, মিশমি যে সমস্ত আধুনিক পোশাকগুলো পরেন ,তাতে তাঁকে চমৎকার লাগে। অর্থাৎ অভিনেত্রী শ্বেতা বারবার বলেছেন , তাঁকে মানায় না বলে তিনি ওই ধরনের পোশাক পরেন না, তবে সেটা তাঁর নিজের ক্ষেত্রে , অন্যদের নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Titiksha Das: ধারাবাহিক থেকে উধাও তিতিক্ষা, সামনে বড় সুযোগ!
সমালোচনায় কান না দেওয়া
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) নেগেটিভ মন্তব্যে কান দিতে চান না। অভিনেত্রীর মতে, “যাঁদের হাতে প্রচুর সময় ,তাঁরা তা আলোচনা করতেই পারেন। তবে আমার হাতে অত সময় নেই। ” পাশাপাশি অভিনেত্রী এও বলেন , যাঁরা সমালোচনা করছেন , তাঁদের সময় দেওয়ার মতো সময়, শ্বেতার কাছে নেই।