ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর দু’জনেই শুটিংয়ে ব্যস্ত। এই যে অনেকেই বলে, বিয়ের পর নাকি প্রেম কমে যায়! এই কথা কি আদৌ রুবেল-শ্বেতার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে? এক্ষেত্রে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) ট্রাইব টিভিকে কী বললেন?
প্রেম বাড়ানোর প্রয়াস (Shweta Bhattacharya)
বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতাকে (Shweta Bhattacharya)। অপরদিকে ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে (Rubel Das) । দু’জনের ধারাবাহিকই একই চ্যানেলে অর্থাৎ জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হয়। দু’জনের শুটিং সেটও প্রায় একই। পাশাপাশি সেট হওয়ায় একটু হলেও সুবিধা। কাজের ফাঁকে একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। তাছাড়া টানা ১০ থেকে ১২ ঘন্টা শুটিং মানে, কাজের প্রেসার তো অবশ্যই রয়েছে। তবে চেষ্টা করেন একসাথে লাঞ্চ করার। এই যে মাঝেমধ্যেই শোনা যায়, বিয়ের পর নাকি প্রেম কমে যায়! এ প্রসঙ্গে শ্বেতা রীতিমত হেসে বলেন , “বিয়ের পর যাতে প্রেম বেড়ে যায়, তার চেষ্টায় আমরা রয়েছি। কোনও কিছু কমানোয় আমরা নেই।”
বিয়ের পর একই আছেন (Shweta Bhattacharya)
দু’জনেই শুটিংয়ে ব্যস্ত (Shweta Bhattacharya)। তাহলে একে অপরের জন্য সময় কীভাবে বার করেন? এক্ষেত্রে অভিনেত্রী বলেন, “বিয়ের পর আমরা পুরনো যেমন ছিলাম, তেমনি আছি। কোনও রকম নতুন কিছু অ্যাড হয়নি। তবে হ্যাঁ, একসাথে ফেরার চেষ্টা করি। যদিও সময় বুঝে। কখনও আধঘন্টা অপেক্ষাও করি। আগে ফোনে কথা হত, এখন তার সাথে দেখা হওয়াটা যুক্ত হয়েছে।”
আরও পড়ুন: Salman Khan Watch: সালমানের ঘড়ি নিয়ে আলোচনা তুঙ্গে, দাম শুনলে কপালে উঠবে চোখ! দেখুন ভিডিয়ো
টলিউডের পাওয়ার কাপল
টলিউডের পাওয়ার কাপল বলা হয় শ্বেতা রুবেলকে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০২৫ এর জানুয়ারিতে তাঁরা গাঁটছড়া বাঁধেন। বিয়ের কয়েকদিন পরেই আবার শুটিং সেটে ফিরতে হয়। তখন রুবেলের চলছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। তাছাড়া যেহেতু মুখ্য চরিত্রে অভিনয়, তাই সেভাবে ছুটি পাননি দু’জনে। এখনও পর্যন্ত হানিমুনেও যেতে পারেননি।
আরও পড়ুন: TRP List: টিআরপিতে বড় রদবদল, ধামাকা দেখাল পরিণীতা! সেরা পাঁচে রইল কারা?
অভিনয় জগতে নামডাক
অভিনয় জগতে দু’জনেরই বেশ নামডাক রয়েছে। টিআরপি লিস্টের ফলাফল বলছে, চলতি সপ্তাহে ‘কোন গোপনে মন ভেসেছে’ রয়েছে প্রথম পাঁচে। অপরদিকে ‘তুই আমার হিরো’ ধারাবাহিক একেবারেই নতুন। যেখানে রুবেল জুটি বেঁধেছেন অভিনেত্রী মোহনা মাইতির সঙ্গে। তবে এই ধারাবাহিক নিয়েও দর্শকরা ভীষণ আশাবাদী। ‘নিম ফুলের মধু’ শেষ হওয়ার আগেই ‘তুই আমার হিরো’র প্রোমো প্রকাশ্যে আসে। তখন রুবেলের বহু অনুরাগী বলেছিলেন, এমন কাজের সুযোগ অনেকের কাছে আসে না। একটা ধারাবাহিক ছেড়ে আর একটা ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয়। আর সেটা রুবেল করেছেন তাঁর অভিনয় এবং পরিশ্রমের জোরে।