ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল(Shyam Benegal Passes Away)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বহু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর।
মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ (Shyam Benegal Passes Away)
জানা গিয়েছে, মুম্বইয়ের (Mumbai) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি (Shyam Benegal Passes Away)। সেখানেই সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত হার মানলেন রোগের কাছে। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। ১৪ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
শ্যাম বেনেগালের সিনেমায় মুগ্ধ আবালবৃদ্ধবণিতা (Shyam Benegal Passes Away)
ভারতীয় সিনেমার লেজেন্ড শ্যাম বেনেগাল(Shyam Benegal Passes Away)। তাঁর একাধিক কালজয়ী সিনেমায় মুগ্ধ হয়েছেন আবালবৃদ্ধবণিতা। অঙ্কুর, নিশান্ত, মন্থন থেকে শুরু করে ভূমিকা, ওয়েলকাম টু সজ্জনপুর তাঁরই সৃষ্টি। ২০২৩ সালে তৈরি করেছিলেন শেখ মুজিবর রহমানের বায়োপিক, মুজিব: দ্য মেকিং অফ আ নেশন।১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন বর্ষীয়ান চিত্র পরিচালক। শাবানা আজমি তাঁর প্রোফাইলে সেই ছবি পোস্ট করেছিলে। ওই অনুষ্ঠানে ছিলেন কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত-সহ আরও অনেকে।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: টোটা অন্য কাউকে কপি করেন না, চালচিত্রে পুলিশ চরিত্র আকর্ষণ করেনি!
পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান
১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৯৯১ সালে পান পদ্মভূষণ। ১৯৩৪ সালে ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি। একাধিক ছবি করেছেন বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, গিরিশ কারনাড, অমরীশ পুরী, স্মিতা পাটিল- সকলেই অভিনয় করেছেন শ্যাম বেনেগালের পরিচালনায়।
শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বর্ষীয়ান চিত্র পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লিখেছেন, ‘ভারতের নিউ ওয়েভ সিনেমার প্রাণপুরুষ ছিলেন। আমার বোন ও আমি ছোট থেকে চিনতাম তাঁকে।’
আরও পড়ুন: Pousali Banerjee: জীবনের কঠিন সময় পার করলেন পৌষালী, নিজেকে কীভাবে মোটিভেট করেন?
শোকপ্রকাশ মল্লিকার্জুন খাড়গের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। নেহরুর দি ডিসকভারি অফ ইন্ডিয়া-র ভিত্তিতে শ্যাম বেনেগালের তৈরি ‘ভারত এক খোঁজ’ এবং ‘সংবিধান’ সিরিজের উল্লেখ করেছেন স্মৃতিচারণায়।