Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কর কেন্দ্রে আসলেন অভিনেত্রী শেহনাজ গিল (Sidharth–Shehnaaz)। বহু নেটিজেনরা মনে করছেন , অভিনেত্রী সিদ্ধার্থ শুক্লাকে (Sidharth Shukla) ভুলে গিয়েছেন! হঠাৎ এমন মন্তব্য কেন করছেন নেটিজেনরা ? কী এমন ঘটল ?

স্মরণ না করা (Sidharth-Shehnaaz)
অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ( Sidharth Shukla) হঠাৎই ২০২১ সালে ২ সেপ্টেম্বর হৃদরোগে মারা যান। সেই শোকে অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill) ভেঙে পড়েছিলেন। বহুদিন শুটিংয়ে ফেরেননি অভিনেত্রী। এ বছর ২ সেপ্টেম্বর সিদ্ধার্থের মৃত্যুবার্ষিকী। আর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেননি অভিনেত্রী ,বলে অভিযোগ করছেন নেটিজেনরা। আর তা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। অবশ্য অভিনেত্রীর অনুরাগীরা অভিনেত্রীর পাশে রয়েছেন। অনুরাগীরা মনে করছেন ,শোক ও স্মৃতি ব্যক্তিগত অনুভূতিতে আবদ্ধ, এগুলিকে প্রকাশ্যে দেখানোর মতো কিছু নেই।

পাশে থাকা (Sidharth-Shehnaaz)
শেহনাজের অনুরাগীদের মতে, “দয়া করে শেহনাজের উপর এইভাবে দোষ চাপানো বন্ধ করুন। সমাজ মাধ্যমে সবকিছু প্রকাশ করে দেখাতেই হবে, এমন কোনও নিয়ম নেই।” অন্য একজন লিখেছেন,”শুক্লার জন্মদিনে উনি পোস্ট করেছিলেন , তখন সিদ্ধার্থের পরিবারের অনেকে ওঁকে খোঁচা দিয়েছিলেন।” আসলে সিদ্ধার্থ ও শেহনাজকে একসাথে দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শকরা। সিদ্ধার্থের চলে যাওয়ার পর শেহনাজ একা হয়ে পড়েছিলেন এবং সিদ্ধার্থের কথা উঠলে ,তাঁর চোখে জল এসে যেত। বহুদিন তিনি শুটিংয়ে যোগ দেননি। আর সিদ্ধার্থের মৃত্যু বার্ষিকীতে তিনি স্মরণ করবেন না এ যেন মেনে নিতে পারেননি নেটিজেনরা।
স্বাভাবিক ছন্দে ফেরা (Sidharth-Shehnaaz)
কালের নিয়মে স্বাভাবিক পর্যায়ে ফিরেছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সম্প্রতি হানি সিংহের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। এছাড়াও পরপর অনেকগুলি কাজ করেছেন তিনি। তবে শেহনাজ যে সিদ্ধার্থকে ভুলে গিয়েছেন এটি বলা ভুল, অনুরাগীরা মনে করেন ,সোশ্যাল মিডিয়াতেই সবকিছু প্রকাশ্যে আনলেই যে তিনি সেটি মন থেকে করছেন, এমনটা নাও হতে পারে।
নীরবে সময় অতিক্রান্ত করা (Sidharth-Shehnaaz)
সবশেষে বলাই যায় ,এই ঘটনার মধ্যে দিয়ে একজন যেমন ব্যক্তিগত দুঃখকে নীরবে অতিক্রান্ত করছেন, অন্যদিকে আছে সমাজের ভিড়, যাঁরা আবেগের প্রকাশকে বিচারের মাপকাঠিতে পরিণত করে। তবে শেহনাজ গিল (Shehnaaz Gill) যে নিজের প্রিয় মানুষটির প্রতি নীরবে শ্রদ্ধা জানিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Sanjay Leela Bhansali: কথা দিয়ে কথা রাখেন না সঞ্জয় লীলা বনশালী! জড়ালেন আইনি ফাঁসে
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও শেহনাজ অনেক পরিণত হয়েছেন। সিদ্ধার্থ শুক্লার হঠাৎ প্রয়াণ তাঁর জীবনে বড় প্রভাব ফেললেও অভিনেত্রীর ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে নিজের পথ তৈরি করে চলেছেন। শেহনাজের ভক্তরা বলেন,”শেহনাজ শুধু একজন তারকা নন, তিনি প্রেরণার প্রতীক।” বর্তমানে অভিনেত্রী দুটি বড় প্রজেক্টে কাজ করছেন। সবশেষে বলাই যায় ,শেহনাজ গিল (Shehnaaz Gill) শুধুমাত্র তাঁর সৌন্দর্য ও কিউটনেসের জন্যই নয়, বরং নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন।