ট্রাইব টিভি ডিজিটাল: বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের সবার বাড়িতেই পজিটিভ ও নেগেটিভ এনার্জি(Signs Of Negative Energy) থাকে। কিন্তু নেগেটিভ এনার্জি বেড়ে গেলে সংসারে নানা অশান্তি দেখা দেয়। আসলে বাড়ির সুখ সমৃদ্ধি পজিটিভ ও নেগেটিভ এনার্জির সঙ্গে সম্পর্কযুক্ত। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে সেই বাড়ির বাসিন্দারা সব কাজেই বাধার মুখে পড়েন, অশান্তি ও একের পর এক বিপদ আসতে থাকে তাদের জীবনে। বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে সেই পরিবারের সদস্যরা উন্নতি করেন ও সুখে-শান্তিতে দিন কাটান। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কয়েকটি ঘটনা ঘটতে থাকবে আপনার সাথে। নেগেটিভ এনার্জি বোঝার আছে কিছু লক্ষণ। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না, তা কী ভাবে বুঝবেন জেনে নিন।
টানা অসুস্থতা (Signs Of Negative Energy)
বাড়ির একের পর এক সদস্য প্রায় থাকেন অসুস্থ? বারবার ডাক্তারের কাছে ছুটতে হয় আপনাকে? বা বাড়ির কোনও সদস্য যদি সব সময় অসুস্থ থাকেন, তাহলে তা নেগেটিভ এনার্জির লক্ষণ(Signs Of Negative Energy)। চিকিৎসা করিয়েও বাড়ির কোনও সদস্যের রোগমুক্তি না হলে তা নেগেটিভ এনার্জির প্রভাব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি বাড়ির বেশিরভাগ সদস্যের সবসময় মন মেজাজও থাকেনা ভালো। খিটখিটে মেজাজ হয় এই নেগেটিভ এনার্জির প্রভাবে। বাড়ির সব ঘরে ঘরে রাখুন ঠাকুরের ছবি।
সবসময় দুঃখ বোধ (Signs Of Negative Energy)
বাড়িতে যদি সবসময় দুঃখ বোধ হয়, তাহলে বুঝে যান সামস্যা আছে বাড়িতে(Signs Of Negative Energy)। সব দিন সবার সমান যায় না। কোনও দিন আপনার ভালো কাটবে, আবার কোনও দিন খারাপ। কিন্তু বাইরে থেকে বাড়িতে ঢুকলেই যদি মন খারাপ হয়ে যায়, তাহলে এটি নেগেটিভ এনার্জির লক্ষণ। বাড়ির ভেতরেও যদি আপনার নিজেকে অসুরক্ষিত মনে হয়, তাহলে বুঝবেন যে প্রচুর নেগেটিভ এনার্জি জমে আছে ভেতরে। এক্ষেত্রে রোজ সন্ধ্যায় ধুপ জ্বালান বাড়ির প্রতি ঘরে।
আরও পড়ুন:Vastu Tips 4: দারিদ্র্য এড়াতে বাড়িতে ভুলেও ফাঁকা রাখবেন না এই জিনিসগুলো
একের পর এক দুর্ঘটনা
যদি বাড়িতে একের পর এক দুর্ঘটনা লেগেই থাকে, তাহলে বুঝতে হবে যে বাড়িতে পজিটিভ এনার্জির তুলনায় নেগেটিভ এনার্জি অনেক বেশি আছে(Signs Of Negative Energy)। বাড়িতে আগুন লাগা, বাড়ির কোনও সদস্যের চোট পাওয়া, বাড়ির কোনও অংশ ভেঙে পড়া, বাড়ির কোন সদস্যের ঘন ঘন দুর্ঘটনা এ সবই হল নেগেটিভ এনার্জির চিহ্ন। সেক্ষেত্রে সতর্ক হয়ে যান। বাড়িতে পুজো করান ইষ্ট দেবতার।
বৈদ্যুতিন সামগ্রী খারাপ
আমাদের সবার বাড়িতেই নানা ধরনের বৈদ্যুতিন সামগ্রী থাকে। কিন্তু যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি, সেই বাড়িতে বৈদ্যুতিন সামগ্রী মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। আপনি ফ্রিজ সারাবেন, তো টিভি-তে গোলমাল শুরু হয়ে যাবে, আবার টিভি ঠিক করলে ওয়াশিং মেশিন বিগড়ে যাবে। এভাবে দিন দিন বৈদ্যুতিন সামগ্রী খারাপ হওয়া খারাপ এনার্জির প্রভাব।
আরও পড়ুন:Weekly Lucky Zodiacs: আগামী সপ্তাহে মকর রাশিতে ত্রিগ্রহী যোগ, শুভ ফল ৫ রাশিতে
আশে পাশে কারোর উপস্থিতি
যদি আপনার মনে হয় যে কেউ আড়াল থেকে আপনার ওপর নজর রাখছে, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অতিরিক্ত নেগেটিভ এনার্জি রয়েছে। যদি মনে হয় বাড়িতে সবসময় কেউ আপনার সঙ্গে সঙ্গে রয়েছে, আপনার সঙ্গে হাঁটছে বা আপনাকে দেখছে তাহলে বুঝে যাবেন নেগেটিভ এনার্জি আপনার আশে পাশেই আছে। এমনটা হলে অবশ্যই বাড়িতে পুজো দেবেন যত তাড়াতাড়ি সম্ভব এবং বাড়ি কখনও অন্ধকার করে রাখবেন না।