ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৮ ডিসেম্বর প্রকাশ্যে এল সলমন খান ও রশ্মিকা মন্দনা অভিনীত ছবি সিকান্দারের (Sikandar) টিজার। ধারালো অস্ত্র হাতে নিয়ে সিকান্দারে নতুন ভাবে দেখা মিলবে সলমনের। রিয়্যাল লাইফের চ্যালেঞ্জ উত্তর রিল লাইফে দিলেন ভাইজান। ২০২৫ – এর ঈদে মুক্তি পাবে সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiawala) ও এম ডি মুরুগাদোস (MD Murugadoss) দ্বারা পরিচালিত ছবি সিকান্দার।
টিজার পিছিয়ে যাওয়ার কারণ (Sikandar)
প্রকাশ্যে এল সালমান খান (Salman Khan) অভিনীত ছবি সিকান্দারের টিজার (Sikandar)। ভাইজানের জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর প্রকাশ্যে আসার কথা ছিল বলিউড সুপারস্টার সলমন খান ও রশ্মিকা মন্দনা অভিনীত ছবি সিকান্দারের টিজার। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের (Dr. Manmohan Singh) প্রয়ানে তা পিছিয়ে দিয়েছিলেন সলমন খান ও ছবির নির্মাতারা। শুক্রবারের বদলে শনিবার প্রকাশ্যে এল ছবির টিজার। ১.৪১- সেকেন্ডের টিজারে মারকাটারি অ্যাকশন লুকে দেখা মিললো ভাইজানের।
কী ইঙ্গিত পাওয়া গেল টিজারে (Sikandar)
মনে করা হচ্ছে, ভাইজানের জীবনের বর্তমান পরিস্থিতির (Current Situation) ইঙ্গিত পাওয়া গেল টিজারে। টিজারে প্রকাশ সলমনের ডায়লগ, “সুনা হ্যা কে বহত সারে লোগ মেরে পিছে পারে হ্যা, ব্যাস মেরি মুরনে কি দেড় হ্যা”।
আরও পড়ুন: Tollywood News: দীর্ঘদিন হাতে কাজ নেই, সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান টলিউড পরিচালকের

সমাজমাধ্যমে পোস্ট
টিজার প্রকাশ্যে আসার পর, ফেইসবুকে একটি পোস্ট করলেন সলমন খান। ক্যাপশনে লিখলেন ” আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই সিকান্দারের টিজার টি পছন্দ করবেন।
ভাইজানকে দেওয়া হুমকি
বিগত কয়েকমাস ধরে লাগাতার প্রাণ নাশের হুমকি পেয়ে আসছে সলমন খান। লরেন্স বিষ্ণইয়ের মোটা টাকার দাবি করেছেন ভাইজানের কাছে। নয়তো বলেছেন, তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে। এর কোনোটাই যদি তিনি না করেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। বেশ কিছু মাস আগে তাঁর বাড়ির সামনে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ভাইজানের। ভাইজান যেন তাঁর বাস্তব জীবনে ঘটে চলা চ্যালেঞ্জের উত্তর দিলেন টিজারের দ্বারা।
আরও পড়ুন: Soham Chakraborty: দেবের খাদান দেখে সাহস পাচ্ছেন সোহম, তিনিও নাচতে চান!
কবে হবে মুক্তি?
এসবের মধ্যেও সম্পূর্ণ করেছেন বিগ বসের শুটিং ও সিনেমার শুটিং। পারিবারিক পার্টিতেও যোগ দিয়েছেন। সলমন খানের সিনেমা মানেই সুপার হিট। একের পর এক হিট সিনেমা দিয়ে আসছেন সলমন। এবার ধারালো অস্ত্র হাতে নিয়ে সিকান্দরে নতুন ভাবে দেখা যাবে তাকে। সলমনের বিপরীতে রয়েছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ২০২৫-এর ঈদে মুক্তি পাবে সিকান্দার। এখন দেখার সলমন খান ও রশ্মিকা মন্দনার জুটি কতটা পছন্দ করেন দর্শকরা?