ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর সিকিমের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রের মধ্যে একটি হল জঙ্গু(Sikkim Dzongu Tour)। এখন উত্তর সিকিম বেড়াতে যাওয়ায় কোনও বাধা নিষেধ নেই, তাই জঙ্গু হতে পারে আপনার ঘুরতে যাওয়ার ঠিকানা। গোটা অঞ্চল জুড়ে বাস করেন লেপচা প্রজাতির মানুষেরা। লেপচাদের প্রাচীন সংস্কৃতি এবং তাদের জনজীবন উপভোগ করতে এবং কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে জঙ্গুতে কাটিয়ে আসতেই পারেন ৭ দিন।
লেপচা উপজাতির জঙ্গু (Sikkim Dzongu Tour)
জায়গাটির আসলে আপার জঙ্গু ফরেস্ট ব্লক(Sikkim Dzongu Tour)। এই ব্লকের মধ্যে লিংথেম, মান্তম, তিনভং, রুকুমের মতো অনেক ছোট ছোট ও প্রাচীন গ্রাম রয়েছে। প্রতিটা গ্রামেই লেপচা উপজাতির বাস। এই প্রতিটা গ্রামেই এক রাত করে কাটালে আপনি সিকিমের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারবেন। তবে ওখানে ঘুরতে যাওয়ার জন্য হাতে রাখতেই হবে সাতটা দিন, তবেই কিন্তু আপনি পুরোপুরি ঘুরে আসতে পারবেন জঙ্গুর সবটা। মঙ্গন থেকে মাত্র ২০-২৫ কিলোমিটারের রাস্তা জঙ্গু। জেনে নিন জঙ্গুতে নিজের মন ভালো করতে কোন কোন জায়গা আপনি ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুন:Solo Travel: আপনারও কি ইচ্ছে ‘মি মুনিং’-এর? কোথায় যাবেন একা বেড়াতে?
লিংজ়িয়া জলপ্রপাত (Sikkim Dzongu Tour)
সিকিমের লিংথেম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে রয়েছে লিংজ়িয়া জলপ্রপাত। থোলাং নদী এখানে ঝরনার রূপ নিয়েছে। পাসিংদাং গ্রামের মধ্যে এই জলপ্রপাত আপার জঙ্গুর মূল আকর্ষণ। এই পাসিংদাং গ্রাম থেকে লিংজ়িয়া জলপ্রপাতের পাশ দিয়ে ট্রেক করে পৌঁছে যেতে পারেন চারমেল গ্রামে। লিংথেম গ্রামে যে দিন রাত কাটাবেন সেখান থেকে ঘুরে নিতে পারেন এই সব জায়গা(Sikkim Dzongu Tour)।

থোলাং মনাস্ট্রি
আপার জঙ্গুতে অবস্থিত থোলাং মনাস্ট্রি। প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থায় থোলাং মনাস্ট্রি জঙ্গুর(Sikkim Dzongu Tour) মানুষদের কাছে খুবই জনপ্রিয়। অনেকেই লিংথেম থেকে ১৮-২০ কিলোমিটার ট্রেক করে থোলাং মনাস্ট্রি যান। গোটাটাই জঙ্গলের পথ এবং সেখানে এলাচ চাষ হয়। থোলাং নদীর তীরে এই মনাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট্ট জনপদ। অসাধারণ একটা সুন্দর অভিজ্ঞতা হবে এই জায়গায় গেলে।

আরও পড়ুন:Snowfall Places: তুষারপাত দেখতে ফেব্রুয়ারিতে ভ্রমণের জন্য বেছে নিন এই জায়গাগুলো
লিংথেম হট স্প্রিং
জঙ্গুর অন্যতম আকর্ষণ এই উষ্ণ প্রস্রবণ। তিনভং গ্রামের খুব কাছেই লিংথেম হট স্প্রিং। এখান থেকে আরও দু’কিলোমিটার ট্রেক করলে পৌঁছে যাবেন কেভ পয়েন্টে। এটাও জঙ্গলের পথ কিন্তু সঙ্গে গাইড থাকা বাধ্যতামূলক। আপার জঙ্গুর আরেকটি জনপ্রিয় গ্রাম তিনভং। এখানেও তিনভং মনাস্ট্রি রয়েছে। এই জায়গা গুলো আপনার মন আকর্ষণ করতে বাধ্য।
