ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বর্ষা (Monsoon) যেমন প্রকৃতির জন্য স্বস্তির, তেমনই অনেক সময় ব্যক্তিগত ব্যবহারের কিছু জিনিসের জন্য হয়ে দাঁড়ায় চিন্তার কারণ। বিশেষ করে চামড়ার তৈরি জুতো, ব্যাগ বা বেল্ট—এই মৌসুমে সঠিক যত্ন না নিলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ভিজে পরিবেশ, অতিরিক্ত আর্দ্রতা এবং পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে চামড়ার উপর পড়তে পারে ছাতা, চটে যেতে পারে রং, এমনকি ফেটে যেতেও দেখা যায়। তবে তার জন্য প্রয়োজন নিয়মিত এবং সচেতন রক্ষণাবেক্ষণ। বর্ষায় কী ভাবে চামড়ার জিনিস, বিশেষত জুতো, যত্নে রাখবেন—তা নিয়েই রইল পরামর্শ।
বর্ষায় চামড়ার জিনিসে ছাতা পড়ে কেন? (Monsoon)
বর্ষার (Monsoon) স্যাঁতসেঁতে আবহাওয়া চামড়ার জন্য বিপজ্জনক। আর্দ্র পরিবেশে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে, যা চামড়ার গায়ে ছোপ ফেলতে শুরু করে। একে বলা হয় “ছাতা ধরা”। বদ্ধ জায়গায় রাখলে এই ঝুঁকি আরও বাড়ে, কারণ বাতাস চলাচল না থাকায় ভিজে ভাব জমে থাকে, যা ছাতার মূল কারণ।
কী ভাবে যত্ন নিলে চামড়ার জুতো থাকবে দীর্ঘ দিন ভালো? (Monsoon)
শুকনো কাপড় দিয়ে নিয়মিত মুছুন (Monsoon)
বাড়ি ফিরে ভেজা জুতো বা ব্যাগ এক জায়গায় ফেলে রাখবেন না। নরম শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। এতে আর্দ্রতা কমবে এবং ছাতা ধরার আশঙ্কা কমবে।
সরাসরি রোদ নয়
অনেকেই ভাবেন, জুতো শুকিয়ে নিতে রোদে দেওয়া ভালো। কিন্তু অতিরিক্ত তাপে চামড়া শক্ত হয়ে যায়, ফেটে যেতে পারে। বরং ছায়াযুক্ত জায়গায় বাতাস চলাচলের মধ্যে শুকাতে দিন।
নিয়মিত পালিশ করুন
চামড়ার জুতো নিয়মিত পালিশ করলে তাতে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয়, যা আর্দ্রতা শোষণ থেকে চামড়াকে রক্ষা করে। বিশেষ করে ওয়াটার-রেজিস্ট্যান্ট পলিশ ব্যবহার করলে বর্ষায় অনেকটা নিরাপদ থাকে।
খোলা হাওয়ায় রাখুন
চামড়ার জিনিস সবসময় এমন জায়গায় রাখুন যেখানে বাতাস চলাচল করে। আলমারি বা ড্রয়ারে রাখার সময় সিলিকা জেল বা নিমপাতা রাখা যেতে পারে আর্দ্রতা কমানোর জন্য।
আরও পড়ুন : Swiggy: ১০০ টাকাও লাগবে না, বাড়িতে বসেই খাবার পাবেন চোখের নিমেষে!
ধুলো ও ময়লা থেকে মুক্ত রাখুন
জুতো ব্যবহারের পরে হালকা ব্রাশ দিয়ে ধুলো ঝেড়ে নিন। পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারেন। জমে থাকা ধুলো চামড়ার গায়ে আর্দ্রতার সঙ্গে মিশে গিয়ে ফাঙ্গাস তৈরি করতে পারে।