ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ (Sindoor Conflict) মন্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হুগলির চুঁচুড়া। হুগলির চুঁচুড়ায় গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল যে, প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন। এই মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।
পুলিশের সঙ্গে বিজেপির মহিলা কর্মীদের ধস্তাধস্তি (Sindoor Conflict)
বিক্ষোভে উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজেপির মহিলা কর্মীদের (Sindoor Conflict) মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ উঠেছে, এই সময় বিজেপির মহিলা কর্মীরা পুলিশের কয়েকজন মহিলা পুলিশকর্মীর কপালে জোরপূর্বক সিঁদুর পরিয়ে দেন। ঘটনাটি ঘটার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, “আমরা ডিউটিতে এসেছি, জোর করে সিঁদুর পরানো হয়।”
বিজেপির তরফ থেকে দাবি (Sindoor Conflict)
অন্যদিকে, বিজেপির তরফ থেকে দাবি করা হয়, পুলিশকর্মীরা (Sindoor Conflict) নিজেরাই সিঁদুর পরেছেন এবং সেটি কোনো ধরনের জোরাজুরি নয়। নিরুপা চক্রবর্তী নামের এক বিজেপি কর্মী সংবাদমাধ্যমকে জানান, “সিঁদুর আমাদের অহংকার। আমি নিজে সিঁদুর পরি এবং বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব। পুলিশকর্মীরা নিজেদের ইচ্ছায় সিঁদুর পরেছেন।”
রাজনৈতিক উত্তেজনা
চুঁচুড়ার এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ চলাকালীন পুলিশের রাস্তা খুলে দেওয়ার চেষ্টা এবং বিজেপি কর্মীদের প্রতিক্রিয়ার মধ্যে উত্তেজনা প্রবল হয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছে, কিন্তু পরিস্থিতি শিথিল করতে কিছুটা সময় লেগেছে।
আরও পড়ুন: Massive Cash Seized: জানালা থেকে উড়ছে কোটি কোটি টাকা, দুর্নীতির বড় চক্র ফাঁস!

নির্বাচনী প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঁদুর’ মন্তব্য এবং তার পরে সৃষ্ট এই বিতর্কের ফলে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা রাজনৈতিক দলের মধ্যে মনোমালিন্যের মাত্রা বাড়ায়।