ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে বিরোধী দলগুলির প্রতিবাদ মিছিলকে (SIR Protest March) কেন্দ্র করে উত্তেজনার পারদ চরমে উঠল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল, কংগ্রেস, আপ সহ একাধিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। মূল দাবি ছিল নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষ ভোটার তালিকা এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।
ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা (SIR Protest March)
বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা চালায় দিল্লি পুলিশ (SIR Protest March)। এর পর রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন সাংসদরা। প্রবীণ নেতা শরদ পওয়ার ও মল্লিকার্জুন খাড়্গে চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়েন। অবস্থান তুলতে পুলিশ শুরু করে ধরপাকড়। আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ একাধিক সাংসদকে। তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় বাসে।
মহিলা সাংসদদের উপর বলপ্রয়োগ (SIR Protest March)
তবে বিতর্ক শুরু হয় পুলিশের ভূমিকা ঘিরে (SIR Protest March)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন, মহিলা সাংসদদের উপর বলপ্রয়োগ করেছে পুলিশ। এমনকি তাঁদের চুল ধরে টানা হয়েছে বলেও অভিযোগ। সাগরিকার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের পেছনের সিটে বসে রয়েছেন অসুস্থ মহুয়া মৈত্র। তাঁকে ঘিরে রয়েছেন অন্যান্য মহিলা সাংসদরা, কেউ জল খাওয়াচ্ছেন, কেউ সাহায্য করছেন। ধস্তাধস্তির ফলেই মহুয়া এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হন সমাজবাদী পার্টির এক সাংসদও।
রাহুল গান্ধীর সক্রিয় ভূমিকা
খবর পেয়ে বাসে পৌঁছে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এসপির অসুস্থ সাংসদকে বাস থেকে নামিয়ে অন্য গাড়িতে স্থানান্তর করেন। তিনি বলেন, “এটা শুধুমাত্র একটা প্রতিবাদ নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই।” তিনি ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান এবং প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশন কেন রাহুল গান্ধীর প্রশ্নগুলির উত্তর দিচ্ছে না?”

আরও পড়ুন: Daily Horoscope: বাড়বে সম্মান, সাফল্য কেউ আটকাতে পারবে না, জানুন রাশিফল…
এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর, যিনি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে কিছুটা বেসুরো হয়ে উঠেছিলেন, তিনিও এই কর্মসূচিতে অংশ নেন। তিনি জানান, ভোটারদের মনে যে ধন্দ তৈরি হয়েছে তা দূর করতে নির্বাচন কমিশনের স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।