ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওপেনার বেন ডাকেটকে আউট করার পর মহম্মদ সিরাজ (Siraj Finds Support From England), আউট হওয়া ব্যাটসম্যানের খুব কাছে থেকে অতিরিক্ত উদযাপন করেন।
মাঠে উত্তেজনা, সিরাজ-গিল বনাম ক্রলি-ডাকেট (Siraj Finds Support From England)
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচে খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে (Siraj Finds Support From England)। বিশেষ করে ভারতের মহম্মদ সিরাজ, শুভমান গিল এবং ইংল্যান্ডের জ্যাক ক্রলি ও বেন ডাকেট আগ্রাসী মনোভাবে মাঠে নামেন। এর মধ্যেই ভারতের ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে শাস্তির মুখে পড়তে হয়েছে।
আইসিসি আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি (Siraj Finds Support From England)
রবিবার, লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিনে সিরাজকে আইসিসি’র কোড অফ কনডাক্টের লেভেল ১ লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে (Siraj Finds Support From England)। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে। ওপেনার বেন ডাকেটকে আউট করার পর সিরাজ তাঁর মুখোমুখি হয়ে অতিরিক্ত উদযাপন করেন। আইসিসি জানায়, সিরাজ খেলোয়াড়দের জন্য প্রযোজ্য আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এতে বলা হয়েছে, এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না যা আউট হওয়া ব্যাটারের প্রতি অবমাননাকর বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
শুনানির প্রয়োজন পড়েনি
সিরাজ অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আলাদা শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, থার্ড আম্পায়ার আহসান রজা এবং চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ তোলেন। লেভেল ১ লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি হল সরকারিভাবে সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।
আরও পড়ুন: End Bumrah Obsession: বুমরাহ নির্ভরতা বাদ দিন, গিলের এখন নেতৃত্ব প্রমাণের সময়! বললেন গ্রেগ চ্যাপেল
নাসের হুসেনের মন্তব্য
তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন মনে করেন, সিরাজের এই শাস্তি পাওয়া উচিত হয়নি। স্কাই স্পোর্টস-এ তিনি বলেন, “এই টেস্ট ম্যাচের অন্যতম হাইলাইট ছিল যেভাবে ভারত জ্যাক ক্রলির মুখোমুখি হয়েছে। প্রথমেই বলি, ইংল্যান্ডের ওপেনাররা ৯০ সেকেন্ড দেরি করে মাঠে আসে। তারা সিঁড়ি দিয়ে ধীরে হাঁটছিল, লংরুমে পথ হারানোর ভান করছিল। ভারত তখন ঠিকভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে। আর সেটাই পুরো দলকে উজ্জীবিত করে।”
আরও পড়ুন: Ons Jabuer: “আবার বাঁচতে চাই”! টেনিস কোর্ট থেকে বিরতি নিচ্ছেন ওন্স জাবিউর
“আমি এই টেনশন পছন্দ করি।”
তিনি আরও বলেন, “তখন সিরাজ প্রচণ্ড উদ্দীপ্ত ছিল। আমি মনে করি, সিরাজ যখন ফায়ারড আপ থাকে তখনই সে সেরা ক্রিকেট খেলে। ওকে যে কোনও দলে চাইবেন আপনি। আমি মনে করি না ওর জরিমানা হওয়া উচিত ছিল। হ্যাঁ, ও লাইন বরাবর গিয়েছিল, কিন্তু ডাকেটের মুখোমুখি দাঁড়িয়েছিল মাত্র। ধাক্কা দেয়নি। বরং ডাকেট নিজেই ওইদিকে হাঁটছিল মাঠ ছাড়ার জন্য। এটা ধাক্কার মতো ছিল না। এটা একটা আবেগের খেলা, এখানে ২২টা রোবট খেলছে না। আমি এই টেনশন পছন্দ করি।”
এই টেস্ট ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, খেলোয়াড়দের আবেগ, আগ্রাসন ও উত্তেজনার জন্যও ক্রিকেটপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।