ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান প্রজন্মের একটা বড় সমস্যা হল ব্রণ(Skin Care For Acne)। মুখের সৌন্দর্য সম্পূর্ণ নষ্ট করে দেয় এই ব্রণ। ত্বক থেকেও বড় বিরক্তিকর সমস্যা হলো ব্রণর দাগ। চট করে মেলায় না। ত্বকের উপর কালচে স্পট পড়ে থাকে। ব্রণর দাগ তাড়ানোর উপায় খুঁজছেন? এই আয়ুর্বেদিক উপাদান মুখে মেখে দেখুন তো কাজে দেয় কি না। এই ঘরোয়া উপায়ে চলে যেতে পারে ব্রণর দাগ খুব সহজেই। বানিয়ে ফেলুন বাড়িতেই এই ফেস প্যাক।
ব্রণর কী কারণে হয়? (Skin Care For Acne)
ব্রণ হওয়ার পিছনে দায়ী হরমোনের ইমব্যালেন্স, আবার কারও ক্ষেত্রে স্ট্রেস, অনিদ্রা(Skin Care For Acne)। কারণ যা-ই হোক না কেন, ব্রণ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তার থেকেও বড় বিরক্তিকর সমস্যা হলো ব্রণর দাগ। চট করে মেলায় না। ত্বকের উপর কালচে স্পট পড়ে থাকে। এর থেকে মুক্তির উপায় খোঁজে সকলেই।
নিয়াসিনামিড সিরাম (Skin Care For Acne)
১৫ হোক বা ৩৫, কমবেশি অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন(Skin Care For Acne)। ব্রণর দাগ দূর করার কোনও প্রডাক্টও বাজারে সহজে পাবেন না। খুব বেশি হলে নিয়াসিনামিড সিরাম ব্যবহার করতে পারেন। এটি ব্রণর দাগকে হাল্কা করে দেয়। কিন্তু সেই সিরাম আপনার ত্বকের জন্য সুরক্ষিত কি না, সেটা বোঝা দায়। এর চেয়ে প্রাকৃতিক উপায়ে ব্রণর দাগ দূর করুন। বানিয়ে ফেলুন এই ফেস প্যাক।
আরও পড়ুন:Fruits For Hair: কেবল শ্যাম্পু-তেল নয়, চুলের যত্নে নিয়মিত খান এই ফলগুলো
আয়ুর্বেদে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চন্দন ও কেশর
চন্দনের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমায়, ব্রণর লালচে ভাব কমায় এবং ব্রণর কালচে দাগও দূর করে। অন্যদিকে, কেশরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য অপরিহার্য। এটি স্কিন টোন উন্নত করে এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যা দূর করে। আয়ুর্বেদে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চন্দন ও কেশর। এই দুই প্রাকৃতিক উপাদানই মূল্যবান এবং গুণও অনেক বেশি।

কেশর ও চন্দনের ফেসপ্যাক
২-৩টে কেশর ২ চামচ দুধে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর এতে ১ চামচ চন্দন বাটা বা গুঁড়ো মিশিয়ে দিন। তৈরি ফেসপ্যাক। প্রথমে মুখ ধুয়ে নিন। এর পর এই ফেসপ্যাক ত্বকের উপর লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। শেষে ময়েশ্চারাইজ়ার মেখে নিন(Skin Care For Acne)।

আরও পড়ুন:Face Pack For Valentine’s Day: ভ্যালেন্টাইন্স ডে -এর জন্য উজ্জ্বল হয়ে উঠুন হোমমেড ফেসপ্যাকে
কেশর, চন্দন ও হলুদের ফেসপ্যাক
২ চামচ টক দইয়ের মধ্যে ২-৩টে কেশর ভিজিয়ে রাখুন। এর পর এতে এক চিমটে হলুদ গুঁড়ো ও ১ চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে রাখুন মিনিট কুড়ি। এই ফেসপ্যাক ব্রণর দাগ দূর করার পাশাপাশি ত্বকের জেল্লাও বাড়িয়ে তুলবে।
