ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অ্যালোভেরার(Skin Care With Aloe Vera) গাছের বেশি যত্নের প্রয়োজন পড়ে না। অল্প রোদ, জলেই তরতরিয়ে বেড়ে ওঠে এই গাছ। ময়েশ্চারাইজ়ার থেকে ফেস প্রাইমার—হাজারো প্রসাধনীতে অ্যালোভেরা জেল থাকে। আবার অনেকে অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটেই ত্বকে ঘষে নেন। অনেকের প্রশ্নও থাকে এই অ্যালোভেরার নির্যাস ত্বকের উপর কি সরাসরি ব্যবহার করা যায়? চলুন জেনে নিই অ্যালোভেরার জেল বা নির্যাস ত্বকের জন্য কতটা উপযুক্ত। কী এর উপকারিতা এবং কীভাবে ত্বকের উপর ব্যবহার করবেন এই জেল।
কী ভাবে ব্যবহার করবেন? (Skin Care With Aloe Vera)
অ্যালোভেরার(Skin Care With Aloe Vera) গাছ থেকে পাতা কেটে নিন। এক গ্লাস জলে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন। এতে হলুদ রসটা বেরিয়ে যাবে। এর পাতার খোসা ছাড়িয়ে নিন এবং জেল বের করে নিন। এই জেল ব্লেন্ডারে পেস্ট করে এবং ফ্রিজারে রেখে বরফ বানিয়ে নিতে পারেন। একটা করে কিউব ফ্রিজ থেকে বের করবেন এবং মুখে ঘষবেন। আবার অ্যালোভেরার জেল পাতা থেকে বের করেই ত্বকে মাখতে পারেন। ছোটখাটো কাটাছেঁড়াতে এই টোটকা দারুণ কাজ দেয়।
ভিটামিন সি, ই পুষ্টি (Skin Care With Aloe Vera)
অ্যালোভেরার পাতায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি পাওয়া যায়। এগুলো ত্বকের জন্য ভীষণ উপকারী। খুব স্বাভাবিকভাবেই বাজারচলতি অ্যালোভেরা জেলে নানা ধরনের রাসায়নিক ও প্রিজ়ারভেটিভ থাকে। সেগুলো আপনি গাছের পাতায় পাবেন না। তাই অ্যালোভেরার পাতা(Skin Care With Aloe Vera) থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলে উপকারই বেশি বলছেন ডাক্তাররা।
আরও পড়ুন:Pumpkin Seeds For Skin: ত্বকের যত্নে কুমড়োর বীজ? জানুন এর উপকারিতা ও ব্যবহার
অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল
অ্যালোভেরার জেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে(Skin Care With Aloe Vera)। তাই অ্যালোভেরার জেল মাখলে ত্বকে ব্যাকটেরিয়ার উপদ্রব কমে যায়। এর জেরে ত্বকের সংক্রমণের হাত থেকে রেহাই মেলে।
ত্বককে নরম ও ময়েশ্চারাইজড রাখে
যে কোনও ঋতুতে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। এটি ত্বককে নরম ও ময়েশ্চারাইজড রাখে। পাশাপাশি ত্বক অনেক বেশি সতেজ থাকে। ব্রণ, দাগছোপের সমস্যাও কমে যায়।
আরও পড়ুন:Vitamin E in Skin Care: ত্বকের যত্ন নেবে ভিটামিন-ই, খান এসব খাবার
ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই
অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়, যা ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।