ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিদিন সকালে উঠে প্রথম (Smartphone Cooling Tips) কাজ হলো স্মার্টফোনটি হাতে নেওয়া। গান শোনা, খবর পড়া, আর নানা সামাজিক মাধ্যমে ঘুরাঘুরি — এগুলো দিনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ফোনটা বেশ দ্রুত গরম হয়ে যাচ্ছে। কখনো কখনো এমন জ্বালায় হাতেই পোড়ার মতো লাগে। একবার তো ভিডিও গেম খেলতে খেলতেই ফোনটাকে ঝিম ঝিম করতে দেখেছে অনেকে। এমনকি ছবি তোলার সময়ও ফোনের গায়ে অস্বস্তিকর গরম অনুভব করেছে অনেকে।
অতিরিক্ত কাজ করে ব্যাটারি (Smartphone Cooling Tips)
কেন ফোন এত গরম (Smartphone Cooling Tips) হচ্ছে? একটু গবেষণা করতে শুরু করলে দেখা যায় ফোন গরম হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন, অনেক সময় একসাথে অনেক অ্যাপ চালানো, দীর্ঘক্ষণ ভিডিও গেম খেলা, ক্যামেরা চালানো কিংবা সোশ্যাল মিডিয়ায় অনেকক্ষণ সময় কাটানো। এর ফলে ফোনের প্রসেসর অতিরিক্ত কাজ করে ব্যাটারি থেকে বেশি শক্তি নেয়, যা ফোন গরম হওয়ার প্রধান কারণ।
অতিরিক্ত শক্তি খরচ (Smartphone Cooling Tips)
সমস্যার সমাধান আছে, শুধু কিছু অভ্যাস বদলানো (Smartphone Cooling Tips) দরকার। প্রথমেই, ফোনে চলমান সব অ্যাপ একসাথে বন্ধ করে দেওয়া উচিত। কারণ মাঝে মাঝে একটি অ্যাপ বা গেম পেছনে চলতে থাকে, যেটা অতিরিক্ত শক্তি খরচ করে। আর ফোন গরম হওয়ার কারণ হিসেবে অনেক সময় সেটিই দায়ী হয়।
ব্যাক কভার খুলে ফোনকে শীতল করার চেষ্টা
তারপর টেক বিশেষজ্ঞরা বলেছেন, যখন ফোন গরম হয়, তখন ব্যাক কভার খুলে ফোনকে শীতল করার চেষ্টা করতে হবে। কারণ ফোনের ব্যাক কভারে বাতাস ঠিকমতো আসা-যাওয়া বন্ধ থাকে, যা তাপমাত্রা বাড়ায়। এছাড়াও, ফোনের ডিসপ্লে ‘ডার্ক মোডে’ নিয়ে আসতে হবে এবং সম্ভব হলে কিছুক্ষণ ফোনের ডিসপ্লে বন্ধ রাখতে হবে। কারণ ডিসপ্লে সবচেয়ে বেশি শক্তি খরচ করে এবং তাই তাপও সৃষ্টি করে।
‘ব্যাটারি সেভার মোড’ সবসময় অন রাখা
সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস ‘ব্যাটারি সেভার মোড’ সবসময় অন রাখা। এই মোডটি ফোনের প্রসেসরকে কম শক্তিতে কাজ করতে সাহায্য করে। অর্থাৎ, বেশি শক্তি ব্যবহার না করে ফোনের কাজ চলে, ফলে কম গরম হয় এবং ব্যাটারির আয়ুষ্কালও বৃদ্ধি পায়। রিয়াজ নিজের ফোনে এই মোডটি নিয়মিত চালু রাখতে শুরু করল।

যদি ফোনের ব্যাটারি পুরনো হয়ে যায় বা ব্যাটারির স্বাস্থ্য খারাপ থাকে, তাহলে এসব উপায় তেমন কাজে আসবে না। তাই সময় হলে ব্যাটারি বদলানোর কথাও মাথায় রাখতে হবে। দীর্ঘক্ষণ ভিডিও গেম খেলা বা ক্যামেরা চালানো কমিয়ে দিতে হবে। পাশাপাশি নিয়মিত ফোনের অ্যাপ ক্লোজ করত এবং ব্যাটারি সেভার মোড চালু রাখতে হবে।