Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহিলাদের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এলো সুখবর। ব্যাটারদের তালিকায় শীর্ষে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
ICC-র তালিকায় ভারতের দাপট (Smriti Mandhana)
চলতি এশিয়া কাপে ভারতের দাপট দেখা যাচ্ছে। একদিকে যেমন আক্রমণাত্মক মনোভাবে দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটারদের তেমনই বোলিংয়েও ভারতের দাপট অব্যাহত। সেই দাপট মহিলা ক্রিকেটেও অব্যাহত। সামনেই শুরু হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ আর তার আগেই এলো দারুণ খবর। ব্যাটিং তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত ভারতীয় মহিলা দল। দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর তারই প্রস্তুতিস্বরূপ অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর সেই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সেই সিরিজে হাফসেঞ্চুরি করেছেন ভারতের এই তারকা ব্যাটার। তার এই দুরন্ত ফর্মের পুরস্কারও পেলেন সাথেসাথে। ICC-র মহিলাদের ব্যাটিং তালিকায় শীর্ষে উঠে এলেন স্মৃতি।

আরও পড়ুন: Hockey Asia Cup: চিনের কাছে আটকালো ভারতের সোনা জয়ের স্বপ্ন
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাথে সিরিজে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন স্মৃতি মান্ধানারা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারত হারলেও সেখানে নিজের উজ্জ্বল উপস্তিতির প্রমাণ দিয়েছেন এই ভারতীয় তারকা। সেই ম্যাচে প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে আসে ১১৪ রান। তার ঝুলিতে ছিল ৫৮ রান। মাত্র ১৫ ইনিংসে দু’জনে মিলে করেছেন ৯৫৮ রান। যা একবছরে কোনও জুটির সর্বোচ্চ রান (Smriti Mandhana)।

মঙ্গলবার ICC-র তালিকা প্রকাশ পেয়েছে আর সেখানেই আর একবার শীর্ষে স্মৃতি মান্ধানা। তার রেটিং ৭৩৫। ৭৩১ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। ২০১৯ সালে স্মৃতি মান্ধানার কেরিয়ারের বেস্ট রেটিং ছিল ৭৯৯, যার কারণে তিনি সেই বছর প্রথমবার তালিকার শীর্ষে চলে আসেন। বিশ্বকাপে তার উপর বিশেষ নজর থাকবে সেটা বলাই যায় তাছাড়াও দলের ব্যাটিংয়ের নেতৃত্ব থাকবে তার হাতেই। বিশ্বকাপের আগে তার এই সাফল্য আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে তিনি ছিলেন শীর্ষ স্থানে (Smriti Mandhana)।