Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোহম চক্রবর্তী (Soham-Idhika) ও ইধিকা পালের ( Idhika Paul) নতুন ছবি ‘বহুরূপ ‘। ছবিটির ট্রেলার মুক্তি আজ অর্থাৎ ১৯ শে আগস্ট। ইতিমধ্যেই শ্যামসুন্দরী মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে পুজো দিলেন সোহম ও ইধিকা। ছবির সাফল্য কামনায় দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখে খুশি অনুরাগীরা।
চেনা দায় (Soham-Idhika)
১৯ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ বহুরূপ ‘ ছবির অফিশিয়াল ট্রেলার (Soham-Idhika)। গত ৮ ই আগস্ট মুক্তি পেয়েছিল এই ছবির অফিশিয়াল টিজার। আর টিজারে সোহমের লুক দেখে দর্শকরা চমকে গিয়েছিল। কারণ সোহমের লুক দেখে চেনা দায়। অনেকে চেনা সোহমকে চিনতেই পারেননি। বলা যেতেই পারে, সোহমকে এমন লুকে দেখা যায়নি আগে কখনও । শুধুমাত্র সোহমকে বৃদ্ধের লুকেই দেখা যাবে তা নয় ,এই ছবিতে মোট সাতটি লুকে অভিনেতা ধরা দেবেন বলে শোনা গিয়েছে।
ছবির সাফল্য কামনায় পুজো (Soham-Idhika)
শ্যামসুন্দরী মায়ের কাছে পুজোর দিতে গেলেন সোহম চক্রবর্তী (Soham-Idhika) ও ইধিকা পাল (Idhika Paul)। পুজোর এক ভিডিও শেয়ার করা হয়েছে। পুজো এবং আরতি দেওয়ার পর একসঙ্গে দাঁড়িয়ে ভোগ বিতরণ করেছেন সোহম ও ইধিকা। তারকা জুটির কাছ থেকে ভোগ পেয়ে খুশি ভক্তরা। ইধিকা পরেছেন একটি লাল রঙের চুড়িদার ও সোহম পরেছিলেন সাদা রংয়ের পাজামা কুর্তা।
কারা কারা রয়েছেন অভিনয় ?
বহুরূপী ছবিটি পরিচালনা করছেন আকাশ মালাকার। প্রযোজকের দায়িত্বে রয়েছেন চন্দনকান্তি সরকার ও সুশান্ত বিশ্বাস। ছবিতে সোহম ও ইধিকা ছাড়াও রয়েছেন দেবলীনা দত্ত ( Debolina Dutta),কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), লোকনাথ দে (Loknath Dey) ও আরও অনেকেই । অভিনেতা সোহমের মতে, বহরুপ ছবিতে তাঁর সাতটি লুক দেখা যাবে। তিনি আশা করেছে ছবিটি দর্শকের খুবই ভালো লাগবে ।
আরও পড়ুন: Kolkata Metro Rail: মেট্রো ট্র্যাকে জমে জল, ফের ব্যাহত মেট্রো পরিষেবা!
দর্শকে প্রিয়
ইধিকা (Idhika) ইতিমধ্যে খাদান ছবিতে অভিনয় করে দর্শকের মনে ঝড় তুলে দিয়েছেন। বলা যেতেই পারে , ইধিকা জনপ্রিয় অভিনেত্রী, যার অভিনয় দর্শকের খুবই প্রিয়। অনেকেরই ধারণা ,সোহমের সাথে নতুন জুটিতে ইধিকা এবারেও দর্শকের মন কাড়বেন । বহুরূপ ছবিতে একদিকে যেমন ইধিকা জনপ্রিয় দর্শকের মনে ,অপরদিকে সোহমের লুকটিও ইতিমধ্যে মন জয় করে নিয়েছে । অভিনেতা সোহমের কাছ থেকে শোনা গিয়েছে, তাঁর বহুরূপ ছবিতে প্রস্থেটিক মেকআপ তুলতে সময় লাগতো ঘন্টাখানেকের কাছে। ছবিতে বিশেষ করে সোহমের বৃদ্ধের লুক যা অনবদ্য। অভিনেতার এই মেকাপের দায়িত্বে ছিলেন সোমনাথ কুন্ড। যিনি নিখুঁত ভাবে বহুরূপ ছবিতে সোহমের চরিত্রকে মেকাপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।