ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও পর্দায় ফিরছে সেই সোহম-শ্রাবন্তীর জুটি (Soham-Srabanti)। পুজোর ঢাকে কাঠি পড়ল শীতকালে। আজ্ঞে হ্যাঁ। খুব শীঘ্রই আসছে, সোহম-শ্রাবন্তীর ‘দুর্গানগর’ ছবি। যেখানে রয়েছে পুরোদমে দুর্গা পুজোর আবহ। মা দুর্গার আশীর্বাদ নিয়েই শুরু হয়ে গেল ছবির কাজ। ছবির ফার্স্ট লুক যেদিন প্রকাশ্যে এল, সেদিন সোহমকে ( Soham Chakraborty) দেখে শ্রাবন্তী (Srabanti Chatterjee) বললেন, ‘ও মাই লাভ’। কেন বললেন জানেন? সেই দৃশ্য ফ্রেমবন্দী হল ট্রাইব টিভির ক্যামেরা।
সোহম-শ্রাবন্তী ছোটবেলার বন্ধু (Soham-Srabanti)
বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে সোহম-শ্রাবন্তীর (Soham-Srabanti) বন্ধুত্ব বহুদিনের। শ্রাবন্তী তাঁর কেরিয়ারে যত ছবি করেছেন, তার মধ্যে সবথেকে বেশি ছবি করেছেন সোহমের সঙ্গে। শ্রাবন্তীর কথায়, সহ অভিনেতা হিসেবে সোহম অনেক সাবলীল। সোহম তাঁর ছোটবেলার বন্ধু। শ্যুটিংয়ের সময়, সোহম তাঁকে সহযোগিতা করেন। তাছাড়া একটা সময় ছিল , যখন পর্দায় সোহম এবং শ্রাবন্তীর জুটি মানেই হিট ছবি। সেই আমেজ আবার ফিরতে চলেছে নতুন বছরে। এই জুটির বক্তব্য, দর্শক তাঁদের জুটিকে ভীষণ ভালোবেসেছে। আবার যখন নতুন করে কাজের প্রসঙ্গ আসছে, তখন শ্রাবন্তীর মনে এখন একটাই কথা। আবার সেই আড্ডা হবে, সেই গল্প হবে।
শ্রাবন্তীর ‘মাই লাভ’ সোহম! (Soham-Srabanti)
মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। তারপর আবার একসঙ্গে জুটি বাঁধছেন সোহম এবং শ্রাবন্তী (Soham-Srabanti)। এত বছর পর, নতুন ভাবে কাজ করতে গিয়ে কি চিন্তায় রয়েছেন দুজনে? কিংবা দুজন দুজনের মধ্যে ঠিক কতটা পরিবর্তন দেখছেন? এই প্রশ্ন প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, কোনও পরিবর্তন নেই। একেবারে চেনা বন্ধু। তারপর সোহমের উদ্দেশ্যে হেসে বলেন, ‘ও মাই লাভ’। যদিও কথাটা অভিনেত্রী মজার ছলে বলেছেন।
আরও পড়ুন: Saif Mediclaim Bill: ছুরিকাহত সইফের অস্ত্রোপচারে খরচ কত? অবাক হবেন আপনি
পুরনো আমেজ
কমার্শিয়াল মুভির পুরনো আমেজ নিয়ে ফিরছেন সোহম-শ্রাবন্তী কিছুদিন আগে যখন ট্রাইব টিভির তরফ থেকে সোহমকে তাঁর আগামী কাজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, খুব শীঘ্রই পুরোদমে কমার্শিয়াল মুভিতে ফিরেছেন। দেব ইতিমধ্যেই ব্যাক করেছে। এবার তাঁর পালা। তাহলে কি দুর্গানগর ছবির কথাই তিনি বলেছিলেন?
আরও পড়ুন: Arjun Kapoor: বলিউডে আবার অঘটন, সইফের পর এবার অর্জুন কাপুর
দুয়ে দুয়ে চার
ব্যাপারটা অনেকটা দুয়ে দুয়ে চার হয়ে গেল। তখন সোহম বলেছিলেন, ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছে। ছবি নিয়ে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই ছবির কাজ শুরু হবে। তার কয়েকদিন পরেই প্রকাশ্যে চলে এল দুর্গানগরের ফার্স্ট লুক। যেখানে ফিরছে সেই পুরনো নস্টালজিয়া। একটা সময় ছিল যখন সোহম আর শ্রাবন্তীর জুটি একের পর এক হিট ছবি দিয়ে গিয়েছে। সেই ছবির প্রত্যেকটা গান আজও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। কমার্শিয়াল মুভির সেই আমেজ নিয়ে আবারও ফিরছেন সোহম-শ্রাবন্তী।