Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশন প্রেমী (Solanki Roy) দর্শকদের জন্য বড়সড় সুখবর। অভিনেত্রী শোলাঙ্কি রায় আবারও ফিরছেন ছোট পর্দায়। শোনা গিয়েছে সবকিছু ঠিক থাকলে পুজোর পরেই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। ইতিমধ্যে নতুন ধারাবাহিক নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা।
ছোট পর্দায় ফেরা (Solanki Roy)
টেলিভিশনের পর্দায় শোলাঙ্কির (Solanki Roy) উপস্থিতি মানে এক বিশেষ আকর্ষণ। ‘ ইচ্ছেনদী’ , ‘ গাঁটছড়া’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে, দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন তিনি। কিছুদিন বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, তাঁকে আবারও নতুন কোনও চরিত্রে দেখার জন্য। শুধুমাত্র তাই নয়, এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রীরা বড় পর্দা থেকে ছোট পর্দাতে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দ্রজিৎ বসু, রনিতা দাস, মধুমিতা সরকার, জীতু কমল, দিতিপ্রিয়া রায় ।
হিট ধারাবাহিক উপহার (Solanki Roy)
এই নতুন ধারাবাহিকে শোলাঙ্কির বিপরীতে অভিনয় (Solanki Roy) করতে পারেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। টেলিভিশন ও সিনেমায় জনপ্রিয় মুখ গৌরব চট্টোপাধ্যায়ের। যদিও অফিশিয়াল ভাবে কিছু জানা যায়নি, তবে এই জুটিকে একসাথে দেখা যাবার সম্ভাব্য প্রবল। আর অনেকেই মনে করছেন ,শোলাঙ্কি গৌরব (Solanki – Gourab) জুটি যদি পর্দায় বাস্তব হয়, তাহলে তা নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণীয় । ধারাবাহিকটির প্রযোজক স্নিগ্ধা বসু। তিনি এর আগে একাধিক হিট ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের।
অধীর আগ্রহে থাকা
ধারাবাহিকটির নাম , সম্প্রচারের দিন ও সময় জানানো না হলেও, চিত্রনাট্য অনেকটা তৈরি বলে শোনা গিয়েছে। এমনকি এও শোনা গিয়েছে , ধারাবাহিকটির শুটিং শীঘ্রই শুরু হতে পারে। দর্শকরা এখন অধীর আগ্রহে রয়েছেন , গৌরব ও শোলাঙ্কির অনস্ক্রিন রসায়ন দেখার। দীর্ঘদিন পর টিভির পর্দায় শোলাঙ্কির প্রত্যাবর্তন নিঃসন্দেহে অনুরাগীদের কাছে দারুন উপহার হতে চলেছে।
সাবলীল অভিনয়ে মন জয়
ছোট পর্দার হাত ধরে অভিনয়ের জগতে পা দিলেও সিরিজ সিনেমাতে সাবলীল ভাবে অভিনয় করতে দেখা গিয়েছে শোলাঙ্কি রায়কে (Solanki Roy)। বড় পর্দায় ‘বাবা বেবি ও’ (Baba Baby O) সিনেমাতে যীশু সেনগুপ্তের ( Jisshu Sengupta) বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন শোলাঙ্কি। অন্যদিকে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ছোট পর্দায়, বড় পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে এক পরিচিত মুখ। সম্প্রতি তাঁকে ‘তেতুঁলপাতা ‘ ধারাবাহিকে দেখা গিয়েছে ।
আরও পড়ুন: Nepal Protest: সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, নেপালে পথে নামল জেনজিরা, জারি কারফিউ!
হিট পুরাতন জুটি
প্রযোজক স্নিগ্ধা বসুর ‘গাঁটছড়া ‘ ধারাবাহিকে শোলাঙ্কি ও গৌরব জুটিকে দেখা গিয়েছিল । পুজোর পর যে নতুন ধারাবাহিকটি আসছে, তাতেও এই জুটিকেই দেখা যাবে। প্রযোজক স্নিগ্ধার মতে , এই গৌরব শোলাঙ্কি জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল ,এই জুটিকে আবারও ফেরানোর অনুরোধ জানিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ থেকে। তবে ‘গাঁটছড়া ‘ ধারাবাহিকে তিন বোনের গল্প তুলে ধরা হয়েছিল। আর এবারে নতুন ধারাবাহিকে দুই বোনের গল্প তুলে ধরতে চলেছেন প্রযোজক। এখন শুধু আনুষ্ঠানিক ভাবে নতুন ধারাবাহিক ঘোষণা করার অপেক্ষা মাত্র।