Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পিতৃপক্ষের শেষ দিন ও দেবীপক্ষের (Solar Eclipse 2025) শুরু-এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ঘটতে চলেছে একটি মহাজাগতিক ঘটনা। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন, ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র ও ধর্মবিশ্বাস অনুযায়ী অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ হলেও, ভারতীয়দের ক্ষেত্রে এই গ্রহণের বাস্তব প্রভাব নিয়ে রয়েছে কিছু প্রশ্ন।
কখন ঘটবে গ্রহণ? (Solar Eclipse 2025)
ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর (Solar Eclipse 2025) রাতে ১০টা ৫৯ মিনিটে এবং তা চলবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৩ মিনিট পর্যন্ত। এই সময়টা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়ছে, অর্থাৎ পিতৃপক্ষের শেষ রাতেই। গ্রহণটি ঘটবে কন্যা রাশি এবং উত্তরফাল্গুনী নক্ষত্রে।
কোথায় দেখা যাবে গ্রহণ? (Solar Eclipse 2025)
এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ গোলার্ধের কিছু (Solar Eclipse 2025) নির্দিষ্ট অঞ্চলে-নিউজিল্যান্ড, ফিজি, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে। ভারতে এই গ্রহণ একেবারেই দৃশ্যমান নয়।
সূতককাল কি মানতে হবে?
সাধারণত, গ্রহণের আগে ১২ ঘণ্টা সময় ধরে সূতককাল প্রযোজ্য থাকে। এই সময় ধর্মীয় কাজ, মন্দির প্রবেশ, খাওয়া-দাওয়া ইত্যাদির উপর কিছু বিধিনিষেধ থাকে। তবে যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এদেশে সূতককাল পালনের কোনও প্রয়োজন নেই। হিন্দু শাস্ত্র অনুযায়ী, শুধু দৃশ্যমান গ্রহণের ক্ষেত্রেই সূতক প্রযোজ্য হয়।
খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মানে কী?
এই গ্রহণটি হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ-যেখানে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের একাংশ ঢেকে দেয়, কিন্তু পুরোটা নয়। এটি সম্পূর্ণ গ্রহণ নয়, ফলে এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রভাব কিছুটা সীমিত থাকে।
আরও পড়ুন: Sreemoyee Chattoraj: উপহার দেননি কাঞ্চন, মেয়েকে নিয়ে প্যান্ডেল ঘুরবেন শ্রীময়ী!
রাশিচক্রে প্রভাব কেমন পড়বে?
যদিও গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তবুও জ্যোতিষ বিশেষজ্ঞরা মনে করছেন, এটি রাশিচক্র অনুযায়ী কিছু ব্যক্তিগত ও সামাজিক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক অস্থিরতা, আবহাওয়ার পরিবর্তন বা ব্যক্তিগত জীবনে দ্বিধা ও সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।