ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরি বাট্টাল এলাকায় সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসবাদীকে ভারতীয় সেনাবাহিনী আটক করার পর গুলির লড়াই শুরু হয় (Soldier Martyred)। এই ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা অফিসার।
অখনূরে সংঘর্ষ, শহিদ এক জুনিয়র কমিশন্ড অফিসার (Soldier Martyred)
জম্মুর অখনূর সেক্টরে এলওসি-র কাছে শুক্রবার গভীর রাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হন ভারতীয় সেনার (Soldier Martyred) এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শনিবার সকালে তিনি শহিদ হন।
সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জঙ্গিদের বাধা দেয় সেনা (Soldier Martyred)
অখনূরের কেরি বাট্টাল এলাকায় ভারতীয় সেনা সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে জঙ্গিদের বাধা দেয় (Soldier Martyred)। সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। তাঁরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল বলেও জানা গিয়েছে। গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই গুলিবিদ্ধ হন সেনার ওই জেসিও।
পুঞ্ছ সেক্টরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের
অখনূরের ঘটনার কয়েক ঘণ্টা পর শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ জম্মুর পুঞ্চ সেক্টরের হাতি পোস্টে বিনা উসকানিতে গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এই গুলির লড়াই চলে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
চলছে কিশ্তওয়ারে তুষারাবৃত পাহাড়ে সেনার তল্লাশি অভিযান
এই সময়েই জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় তীব্র জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। শনিবার অভিযানের চতুর্থ দিনে তুষারাবৃত উচ্চভূমিতে দু’জন জঙ্গিকে খতম করে বাহিনী। শুক্রবারও এক জঙ্গিকে মারা হয়েছিল। মোট তিনজন জঙ্গি নিহত হয়েছে এই অভিযানে।
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার একে-৪৭ ও এম৪ রাইফেল
শনিবারের অভিযানের পর সেনা বাহিনী একটি একে-৪৭ ও একটি এম৪ রাইফেল উদ্ধার করে। আধিকারিকদের ধারণা, আরও কয়েকজন জঙ্গি এখনও ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেনার টহল ও তল্লাশির ফলে তারা চাপের মধ্যে রয়েছে।
১৯ দিনে পাঁচটি এনকাউন্টার, নিহত তিন জঙ্গি, শহিদ চার পুলিশ
কিশ্তওয়ারের এই অভিযান বৃহত্তর জঙ্গি দমন পরিকল্পনারই অংশ। গত ১৯ দিনে কাঠুয়া, উধমপুর ও কিশ্তওয়ারে পাঁচটি গুলির লড়াই হয়েছে। এতে তিনজন জঙ্গি নিহত হয়েছে। তবে এই অভিযানে শহিদ হয়েছেন চারজন পুলিশ কর্মী, আহত হয়েছেন আরও তিনজন ও এক সাধারণ কিশোরী।
এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের
এর আগে ১ এপ্রিলও পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান সেনা। তখনো গুলির আড়ালে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়েছিল তারা। ভারতীয় সেনা কড়া জবাব দেয়। পরে সূত্র মারফত জানা যায়, ওই সংঘর্ষে পাকিস্তানের চার থেকে পাঁচ সেনা নিহত হয়।