Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বাংলা টেলিভিশনে ‘ মা’ ( Maa) ধারাবাহিকের স্থান বিশেষ ভাবে উল্লেখযোগ্য (Soma–Tithi)। এক দশকের বেশি সময় কেটে গেলেও আজও এই ধারাবাহিকের চরিত্রগুলি দর্শকদের মনে গেঁথে রয়েছে। বিশেষ করে ‘ হীরা আম্মা’ ও ‘ঝিলিক ‘ এই দুই চরিত্র যেন আজও দর্শকমনে জায়গা দখল করে রয়েছে। আবারও এই দুই প্রিয় মুখকে একসাথে একই ফ্রেমে দেখা গেল। অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ও তিথি বসু (Tithi Basu) একসঙ্গে আবেগঘন মুহূর্তে ধরা দিলেন ক্যামেরার ফ্রেমে। তবে কী আবারও একইসাথে দেখা যাবে দুজনকে?

জনপ্রিয়তার খামতি নেই (Soma-Tithi)
ছবিতে দেখা যায় তিথিকে জড়িয়ে রয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায় ( Soma Banerjee)। অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় এর চোখে মুখে অপার স্নেহ ও উচ্ছ্বাস। ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আবেগের ঢল। ‘মা ‘ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বহু বছর আগে ,কিন্তু ধারাবাহিকের চরিত্রগুলির জনপ্রিয়তা আজও এতটুকু কমেনি। তাই তো দুই অভিনেত্রীর ছবি দেখে অনুরাগীরা বলেছেন, “আবার ছোটবেলায় ফিরে গেলাম।” আবার কেউ কেউ বলেছেন ,”হীরা আম্মা ও ঝিলিক একসাথে মানেই আবার কি বকাবকি শুরু।”

কী কারনে পুনর্মিলন ? (Soma-Tithi)
‘মা ‘ (Maa) ধারাবাহিকে ‘ হীরা আম্মা’র চরিত্রে অভিনয় করেছিলেন সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Banerjee) ,অপরদিকে ‘ঝিলিক ‘ চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু (Tithi Basu)। দুই জনপ্রিয় অভিনেত্রীর পুনর্মিলন কি কারনে ,তা অবশ্য স্পষ্ট নয় । তবে মনে করা হচ্ছে ,ইন্ডাস্ট্রির কিংবা ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে একসাথে হয়েছিলেন তাঁরা। দীর্ঘদিন পর এমন মিলন , স্বাভাবিক ভাবেই দুই অভিনেত্রীর মধ্যেও এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে। তবে দুজনে একসাথে পর্দায় আসছেন কিনা ,সে বিষয়ে জানা যায়নি।

শুধুই আদরে ভরানো (Soma-Tithi)
পর্দার হীরা আম্মাকে ভয় পেত অনেকেই। এমনকি শোনা গিয়েছিল ,হীরা আম্মার ভয় দেখিয়ে বাচ্চাকে খাওয়ানো হতো সে সময়। পর্দায় দেখা যেত , ঝিলককে বকুনি খেতে হীরা আম্মার কাছে । সেই দিক দিয়ে অনুরাগীরা বলছেন,” হীরা আম্মা ঝিলিক একসাথে, মানে আবার বকাবকি শুরু। ” অবশ্য সেসব কিছুই নয়। অভিনেত্রী সোমা শুধুমাত্র আদরে ভরিয়ে দিলেন ঝিলিককে। এখানে কোনও বকাবকি নেই। কতদিন পর দুজনের দেখা। সামনে এসে গিয়েছে পুজো, তাই এই দুই অভিনেত্রীর ইচ্ছা পুজোর সময় যেন বৃষ্টি না হয় ।
আবেগে ভাসা (Soma-Tithi)
ছবিটির মাধ্যমে আবার একবার প্রমাণ হয়, ভালো চরিত্র কখনও পুরানো হয় না। বরং সময়ের সাথে সাথে তাঁদের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। হীরা আম্মা ও ঝিলিকের ছবি একসাথে দেখে আজও বাংলার অসংখ্য দর্শক আবেগে ভাসছে।
আরও পড়ুন : Shah Rukh Khan: ‘কিং’ লুকে কিং খান! ধূসর চুলে হতবাক দর্শক
উল্লেখ্য , টেলিভিশনের পাশাপাশি কিছু বাংলা ছবিতেও কাজ করেছে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সাধারণত মা ,পিসি বা অন্যান্য অভিভাবকের ভূমিকায় অভিনয় করতে তাঁকে বেশি দেখা যায়। আর এই সমস্ত চরিত্রে বাস্তবতার ছোঁয়া আনতে তিনি পারদর্শী। অভিনেত্রীর নিজস্ব সাবলীল অভিনয় ও দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাঁকে আলাদা করে তোলে।