ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুন্দর উজ্জ্বল ত্বকই শুধু নয়, ঘন কালো ভ্রু(Eyebrow)-এর ও বেশ চাহিদা রয়েছে মহিলা মহলে। অনেকেই বলেন চোখের উপরই নির্ভর করে মেয়েদের সৌন্দর্য। চোখের সৌন্দর্যকে আলোকিত করে ভ্রু। সুন্দর ভ্রু মুখের শোভা বাড়িয়ে দেয় অনেকটাই। কিন্তু নিখুঁত ভ্রু টিকিয়ে রাখা বেজায় কঠিন। তাছাড়া সবার তো আর জন্ম থেকেই নিখুঁত ভ্রু থাকে না।
ভ্রূ নিয়ে কমবেশি প্রত্যেক মহিলাই খুঁতখুঁতে। নায়িকার মতো সরু ভ্রূ আগে পছন্দ করতেন অনেকেই। কিন্তু বর্তমান স্টাইল ট্রেন্ডের দিকে নজর রাখলে দেখা যাবে, ঘন কালো ভ্রূ পছন্দ করেন না এমন তরুণী প্রায় নেই বললেই চলে। তাই মনের মতো ভ্রু পাওয়ার জন্য অনেকেই অনেক কসরত করেন। তবে শুধু কসরত করলেই হবে না, চাই সঠিক যত্ন। জানুন কিছু ঘরোয়া উপায়, যা মানলেই ভ্রু হবে ঘন ও কালো।
ক্যাস্টর অয়েল(Eyebrow)
ভ্রু(Eyebrow)-এর জন্য ভীষণই উপকারি হল ক্য়াস্টর অয়েল। একটি তুলোর বলে ক্যাস্টর অয়েল নিন। এরপর তা ভ্রু-তে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল(Eyebrow)
শুধু ক্যাস্টর অয়েলই নয়, এর সঙ্গে আমন্ড অয়েল মেশালে আরও ভাল কাজ হবে। একইভাবে তুলোর বলে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ভ্রু(Eyebrow)-তে লাগান। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করতে চাইলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। নারকেল তেল ভ্রু-তে লাগান। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নারকেল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান হেয়ার ফলিকলকে পুষ্টি জোগায়। ফলে ভ্রুর রোম পড়া বন্ধ হয়।

আরও পড়ুন: Study Tips: পড়তে বসলেই পাচ্ছে ঘুম, উপায় হাতের মুঠোয়!
ভিটামিন ই
ভিটামিন ই-ও ভ্রু-এর গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। এক্ষেত্রে ব্যবহার করুন ভিটামিন ই তেল বা ক্যাপসুল।

হরিতকী
ভ্রু ঘন করতে ব্যবহার করুন হরিতকী। বেশি কিছু না ভালো করে হরিতকী পেস্ট করে তার নির্যাসটা ভ্রু-তে লাগালেই হবে।
আরও পড়ুন: Shampooing Hair: রোজ শ্যাম্পু করছেন চুলে, চুলের ক্ষতি করছেন না তো?
ডায়েট
শুধু রূপচর্চা করলেই হবে না, নজর দিতে হবে ডায়েটের দিকেও। ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। সবুজ শাকসব্জি, ফল খেতে হবে বেশি করে। বেশি চিনি দেওয়া খাবার খাওয়া চলবে না। অতিরিক্ত ভাজাভুজি খাওয়া ছাড়তে হবে।