ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর (New Year) মানেই নতুন পরিকল্পনা। কত আশা, কত স্বপ্ন। আবার কেউ বা বিগত বছরের স্মৃতি বয়ে নিয়ে বেড়ান নতুন বছরেও (Somlata Acharyya Chowdhury)। ২০২৪ এর না পাওয়া গুলো পূরণ করতে চান আগামী বছরে। একটা বছর মানে ৩৬৫ টা দিন। দেখতে দেখতে কেটে যায়। কিন্তু তাও একটা লম্বা সময় বলে কথা। যে সময়ের বুননে থেকে যায় কিছু পাওয়া, আর কিছু না পাওয়ার গল্প। এই মুহূর্তে যদি তারকাদের কথা বলা হয়। ফেলে আসা এই বছরে তারা কী পেলেন? কিংবা এমন কী পেয়েছেন, যে প্রাপ্তিতে তারা ভীষণ খুশি? আজকে থাকছে তেমনি এক তারকার কথা। ইনি সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য্য চৌধুরি (Somlata Acharyya Chowdhury)।
কাজ শিখতে ভালোবাসেন (Somlata Acharyya Chowdhury)
সুরের জগতের মানুষ সোমলতা (Somlata Acharyya Chowdhury)। রবীন্দ্র সঙ্গীত, সফট রক, পপ মিউজিক, সেমি ক্ল্যাসিকাল সব ধরনের গানই শোনা যায় সোমলতা আচার্য্য চৌধুরির গলায়। তাঁর গানের অনুষ্ঠানে এত সবকিছুর মাঝে রবীন্দ্রসঙ্গীত থাকে পুরোদমে। তাঁর গাওয়া গানের তালিকা দীর্ঘ হয় রবি ঠাকুরের গানে। সোমলতা সব ধরনের গান গাইতে বেশ পছন্দ করেন। আসলে তিনি চ্যালেঞ্জিং কাজ ভালোবাসেন। কাজ শিখতে ভালোবাসেন। তিনি শিল্পী মানুষ বলে কথা। নতুন নতুন কাজ করার আগ্রহ থাকবে, সেটাই তো স্বাভাবিক।
মানুষ চিনতে শিখেছেন (Somlata Acharyya Chowdhury)
ট্রাইব টিভির সাক্ষাৎকারে সোমলতা (Somlata Acharyya Chowdhury0 জানালেন, ২০২৪ থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন। সময়ের মধ্যে দিয়ে যাওয়া অভিজ্ঞতা, মানুষকে অনেক কিছুই শেখায়। অনেক গুলো নতুন গান করার সুযোগ পেয়েছেন। নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করার একটা জায়গা পেয়েছেন। ২০২৪, এই সঙ্গীত শিল্পীর কাছে খুব একটা খারাপ যায়নি। তবে এটা ঠিক। তিনি বছর ফেলে আসা এই বছরে মানুষ চিনতে শিখেছেন। আবার বহু জায়গায় ঠকেছেন। কিন্তু কাজ করে যে ভালোবাসা পেয়েছেন, তাতেই তিনি খুশি। ভালোবাসায় পূরণ হয়ে গিয়েছে না পাওয়া খামতি গুলো।

আরও পড়ুন: Rappa Roy: বছর শুরুর আগে গোয়েন্দা বদল! সৌম্যর বদলে ‘রাপ্পা রায়’ অর্পণ
ব্যক্তিগত জীবনে সোমলতা ভীষণ খুশি
ব্যক্তি জীবন তিনি খুব সুন্দর ভাবে গুছিয়ে রেখেছেন। ২০২৪ এ সেখানে বিন্দুমাত্র আঁচ আসেনি। একদিকে শিল্পীর কাজের চাপ, অপরদিকে ব্যক্তি জীবন, দু’দিক তিনি সমান ভাবে সুন্দর করে ব্যালেন্স করেছেন। চারিদিকে যখন বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন, সম্পর্ক ভাঙার বন্যা। সেখানে ব্যক্তিগত জীবনে সোমলতা ভীষণ খুশি। সুখে সংসার করতে পারছেন। ২০২৪ সালে এটা তার কাছে অন্যতম একটা বড় পাওনা।
আরও পড়ুন: Ritwick Chakraborty: না পাওয়া নিয়ে আফসোস নেই, ২০২৪ ঋত্বিকের কাছে এত স্পেশাল কেন?
আক্ষেপ করেন না
আর যদি না পাওয়ার কথা বলা হয়। সোমলতা এই বছরে কি কি পাননি, সেই বিষয়ে বিস্তারিত বলেননি। আসলে কথায় আছে, না পাওয়ার থেকে পাওয়ার হিসেব বেশি করতে হয়। না পাওয়া নিয়ে পড়ে থাকলে হয় না। তাহলে তো জীবন সেখানেই থমকে যাবে। আক্ষেপ আর শূন্যতা নেমে আসবে। ২০২৪ এ সোমলতার অনেক কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। সেই নিয়ে তিনি মাঝে মাঝে দুঃখ পেয়েছেন ঠিকই। কিন্তু আক্ষেপ করেন না। সেই দুঃখ সাময়িক। নতুন বছর তিনি চাইছেন নতুন করে শুরু করতে। ২০২৪-এ যে যে শিক্ষা পেয়েছেন, যেভাবে মানুষ চিনেছেন, সেই অভিজ্ঞতা, সেই শিক্ষা আগামী জীবনে চলার পথে কাজে লাগবে।