ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সোনারপুরের (Sonarpur Incident) নোয়াপাড়া আনন্দপল্লিতে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়। মদ্যপ জামাইবাবু দিদিকে বেদম মারছে বলে সেই পরিণতি দেখে বাঁচাতে যায় শ্যালক। আর তখনই শ্যালকের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে জামাইবাবু বলে অভিযোগ। তাতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এমনকী শ্যালককে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে জামাইবাবু বলে অভিযোগ উঠেছে। শ্যালক রাজা শ্রীবাস্তব এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।
মদ্যপ অবস্থাতেই স্ত্রীর উপর অত্যাচার (Sonarpur Incident)
সোনারপুরের (Sonarpur Incident) আনন্দপল্লির মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন। স্ত্রী সুস্মিতা শ্রীবাস্তব। আর তাঁদের পাশেই থাকতেন সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব। জামাইবাবু সৌরভ সেন রোজ মদ্যপান করে বাড়ি ফিরত আর গোলমাল করত বলে অভিযোগ। আর মদ্যপ অবস্থাতেই স্ত্রীর উপর অত্যাচার করত সৌরভ বলে অভিযোগ। বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। গতকাল রাতে অশান্তি চরমে ওঠে। স্ত্রীকে সুস্মিতাকে স্বামী সৌরভ বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। দিদির কান্নার শব্দ পেয়ে ছুটে যান ভাই রাজা। তখনই তাঁর কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে জামাইবাবু।
কানে কামড় বসিয়ে ছিঁড়ে ফেলতে চেষ্টা (Sonarpur Incident)
দিদিকে বাঁচানোর চেষ্টায় করলে জামাইবাবু শ্যালকের কানে কামড় বসিয়ে ছিঁড়ে ফেলতে গেলে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এমনকী শ্যালক রাজাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন মদ্যপ জামাইবাবু। গুরুতর আহত হন শ্যালক রাজা। রাতেই তাঁকে সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর শনিবার সকালে ওই শ্যালক জামাইবাবুর বিরুদ্ধে সোনারপুর থানায় (Sonarpur Incident) লিখিত অভিযোগ দায়ের করলেন।
আরও পড়ুন: Fire Breaks Out In Howrah: প্লাস্টিক কারখানায় আগুন, আড়াই ঘন্টা ধরে চলল তাণ্ডব
থানায় অভিযোগ দায়ের
সোনারপুর থানায় শনিবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন পলাতক অভিযুক্ত জামাইবাবু সৌরভ। পারিবারিক অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। মদ খেয়ে বাড়ি ফিরলেই মেজাজ বদলে যায়। সামনে স্ত্রীকে পেলে মারধর করতেও ছাড়তেন না। কিন্তু তাই বলে মধ্যরাতে শ্য়ালকের সঙ্গে যা করলে, তা ভাবতেও পারেনি পরিবার।
আইনি পথে মেটানোর সিদ্ধান্ত
দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন মেয়ের পরিবার। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হবে এমনই আশ্বাস দিয়েছেন পুলিশ।