ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজারহাটের শান্তিপূর্ণ আবাসনে রাতারাতি নেমে এল রক্তাক্ত নৈশব্দ। বৃহস্পতিবার রাতে বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে নিজের মাকে নৃশংসভাবে খুন করল ছেলে (Son Kills Mother)। গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যা করা হয় দেবযানী মজুমদার (৫৮)-কে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ ও উদ্ধার করে মৃতদেহ। অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মানসিক অবসাদে মাকে খুন! (Son Kills Mother)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন সৌমিক। অবসাদ ও একাকীত্বে ভুগছিলেন তিনি। মায়ের সঙ্গেও প্রায়শই তার অশান্তি লেগে থাকত। প্রাথমিক তদন্তে অনুমান, সেই মানসিক ভারসাম্যহীনতার জেরেই এই ভয়াবহ ঘটনা (Son Kills Mother)।
আরও পড়ুন: Howrah Incident: কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ! হাওড়ায় SFI মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই মা-ছেলের মধ্যে বচসা বাঁধে। সেই সময়েই সৌমিক নিজের মাকে লক্ষ্য করে ধারালো ছুরি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দেবযানী। গোটা ঘর রক্তে ভেসে যায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় রেকজোয়ানি হাসপাতালে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে খুনে (Son Kills Mother) ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।
আরও পড়ুন: Kasba Case: চাকরিহারাদের বিক্ষোভে ‘লাথি’ মারার অভিযোগ, তদন্তের দায়িত্ব পেলেন সেই এসআই রিটন
ঘটনায় গোটা আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের অনেকেই এই ঘটনার খবর শুনে স্তম্ভিত। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করে, হত্যাকাণ্ডের পিছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, তার মানসিক অবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।