ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগেই পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। সেই তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অরিজিৎ সিং, মমতা শঙ্কররা। এই পদ্ম পুরস্কারের তালিকা নিয়ে যেন একটু খোঁচা দিলেন সোনু নিগম (Sonu Nigam)। কিছুটা অভিযোগের সুর শোনা গেল তাঁর গলায়। কিশোর কুমার আজও পদ্মশ্রী (Padma Shri) পাননি। সেই নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ, অনুযোগ। এমনকি শ্রেয়া ঘোষালের কপালেও জোটেনি পদ্মশ্রী। যোগ্যতা থাকা সত্ত্বেও পদ্ম সম্মানে কেনই বা বহু শিল্পী বঞ্চিত হচ্ছেন? সম্প্রতি একটি ভিডিওতে সেই কথাই বললেন সংগীত শিল্পী সোনু নিগম।
বঞ্চিত হচ্ছেন যোগ্যরা (Sonu Nigam)
সোনু নিগমের (Sonu Nigam) কথায়, বর্তমানে যারা আছেন, তাদের মধ্যে অলকা ইয়াগনিকের একটা দীর্ঘ এবং অসাধারণ ক্যারিয়ার রয়েছে। কিন্তু তিনি এখনও কিছুই পাননি। শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরে তাঁর প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। তাঁকেও সম্মানিত করা উচিত। পুরো প্রজন্মকে কন্ঠ দিয়ে অনুপ্রাণিত করেছেন সুনিধি চৌহান। তিনিও কিছু পাননি। এই ভিডিওর ক্যাপশনে সোনু লিখেছেন, ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিত। ভিডিওটি অনেকেই পজিটিভ ভাবে নিয়েছেন, আবার অনেকে নেগেটিভ ভাবে নিয়েছেন। কেউ বা বলছেন, সোনু অরিজিৎকে কটাক্ষ করে কথাগুলো বলেছেন। আবার একজন মন্তব্য করেছেন, “যাক কেউ তো সত্যিটা বললেন”।
রয়েছে প্রশ্ন (Sonu Nigam)
ভিডিওটির শেষে, গায়ক (Sonu Nigam) তাঁর ভক্তদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখেছেন। জানতে চেয়েছেন সংগীত, অভিনয়, বিজ্ঞান কিংবা সাহিত্যের ক্ষেত্রেও এমন কারা আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও পদ্ম সম্মান থেকে বঞ্চিত রয়েছেন?
আরও পড়ুন: Raveena Tandon: অপরাজিতার সঙ্গে অভিনয় করবেন রবীনা, টলিউডে ধামাকাদার কামব্যাক
সোনুর ‘পদ্মশ্রী’ বিতর্ক
প্রসঙ্গত, একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ। সোনু পদ্ম পুরস্কার পাননি বলে যে এমন করছেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সোনু নিজে ২০২২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। তাঁকে এই সম্মানে ভূষিত করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই পুরস্কার গ্রহণের আগে এক সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারবেন না। পদ্মশ্রী আহ্বানের প্রত্যাশায় তিনি একটা জবাবও তৈরি রেখেছিলেন। যেখানে তিনি বলতেন, তাঁকে পদ্মশ্রী দেওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। যদিও সেই বিতর্ক এখন অতীত।
আরও পড়ুন: Pori Moni: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানার মুখে পরীমনি
সোনুর বক্তব্য
ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী। বহুদিন ধরেই অনুরাগী, ভক্ত থেকে শুরু করে বহু শিল্পীরা দাবি করছেন, কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত। কিন্তু কিশোর কুমারের কপালে এখনও পদ্মশ্রীও জোটেনি। এই খবর অনেকের কাছেই অত্যন্ত দুঃখজনক। এবার সেই কথাই তুলে ধরলেন সোনু নিগম। তাঁর বক্তব্য, “এমন দুজন গায়ক রয়েছেন যারা সারা বিশ্বে গায়কদের অনুপ্রাণিত করেছেন। তাদের মধ্যে একজনকে আমরা পদ্মশ্রী পুরস্কারে সীমাবদ্ধ রেখেছি। তিনি হলেন মহাম্মদ রফি। আর অপরদিকে যিনি এখনও পদ্মশ্রী পাননি, তিনি হলেন কিশোর কুমার”।