Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলচ্চিত্রে ভিলেন , বাস্তব জীবনের হিরো, তিনি আর কেউ নন , সোনু সুদ (Sonu Sood)। নিজের প্রতিভার পাশাপাশি মানবিক কাজ ও অন্যের পাশের দাঁড়ানোর জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছেন তিনি। কলকাতায় এলেন অভিনেতা। এসেছেন সকাল ১১ টায়। কয়েক ঘণ্টার মধ্যে আবার ফিরবেন মুম্বাইয়ে। কলকাতা নিয়ে তাঁর ভালোলাগা, কলকাতা কতখানি পছন্দের জায়গা, সে সবই ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে ।

প্রশংসা করা (Sonu Sood)
মুম্বাই থেকে এসেছেন কলকাতাতে। বলা যেতে পারে এটি একটি ঝটিকা সফর। কলকাতাতে আসতে বরাবরই তিনি ভালোবাসেন ,সে কথা জানালেন তিনি। শুধু তাই নয়, কলকাতার খাওয়া দাওয়া, কলকাতার ঐতিহ্য নিয়ে প্রশংসা করতে ভুললেন না অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। এমনকি তিনি জানালেন, মুম্বাইয়ে ফেরার পথে কলকাতার রসগোল্লা ও মিষ্টি দই সাথে নিয়ে যাবেন।
বাংলা ছবির অপেক্ষায় (Sonu Sood)
প্রথমবার সোনু সুদের ডিরেকশনে আসছে ‘ফথে ‘ (Fateh) ছবি। বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ়কে (Jacqueline Fernandez)। নতুন ছবি নিয়ে সোনু সুদ ভীষণ উৎসাহী। তিনি বাংলার পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji) ও কৌশিক গাঙ্গুলির (Kaushik Ganguly) সাথে কাজ করতে চান। অনেকটা বলা যেতে পারে তিনি অপেক্ষায় রয়েছেন বাংলা ছবিতে কাজ করার জন্য। ভালো কোনও স্ক্রিপ্ট পছন্দ হলেই তাঁকে বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে। যে খবরে খুশি অনুরাগীরা। সাথে বাংলার দর্শক ভীষণ উত্তেজিত কারণ বাংলা সিনেমায় সোনু সুদকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মায়ের আদর্শে অনুপ্রাণিত (Sonu Sood)
অভিনয়ের পাশাপাশি তিনি যে কতটা উদার মনের মানুষ তার পরিচয় দর্শক আগেই পেয়েছেন। করোনার সময় বহু মানুষকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। অভিনেতার মা তাঁকে বলেছিলেন, সে যদি একবার হাতের মুঠো খুলতে পারে তবে তাঁর হাতের ছায়ায় বেঁচে থাকবে অনেকেই। আর মায়ের দেওয়া এই উপদেশ মেনে চলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। আর সে কারণেই লকডাউনের সময় তিনি বহু মানুষকে সাহায্য করতে পেরেছিলেন। আর এর জন্য কখনও অভিনেতার মনে হয়নি তাঁর সম্পদ কমে যেতে পারে কিংবা পরবর্তী কালে তাঁর অভাব দেখা দিতে পারে। বরং তাঁর সম্পদ সবসময়ই পরিপূর্ণ। বরাবরই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন সোনু সুদ (Sonu Sood)।
খারাপ সময় বলে কিছু নেই (Sonu Sood)
অভিনেতা সোনু সুদ আরও বলেন ,”জীবনে ডাউনফল বলে কিছু হয় না। ভালো সময় খারাপ সময় নিয়েই জীবন।” খারাপ সময়ে পরেই ভালো সময় আসে, বলে মনে করেন তিনি। দীর্ঘদিন ধরে সিনেমা জগতে তিনি কাজ পাননি, তাই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন । নিজের উদ্যোগে ‘ফথেহ ‘ (Fateh) ছবি নিয়ে তিনি আশাবাদী। তিনি আশা রাখছেন ছবিটি দর্শকের মন জয় করে নেবে।
আরও পড়ুন : Rituparno Ghosh: সিনেমার ফ্রেমে সমাজবদলের আলো জ্বালানো এক শিল্পী!
পুজোতে দেখা পাওয়া
পাশাপাশি সোনু সুদের (Sonu Sood) অনুরাগীদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে। তিনি এ বছর পুজোর সময় কলকাতাতে আসছেন, বলে জানিয়েছেন নিজেই। আসলে কলকাতার দুর্গাপুজো তাঁর ভীষণ প্রিয়। কলকাতার এই পুজোর যে কালচার ,একটা জমজমাট পুজোর সাজে সেজে ওঠা চারিদিক, তা ভীষণই পছন্দ অভিনেতার । তাই তিনি পুজো উপভোগ করার জন্য কলকাতাতে আবারও আসবেন।