Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) পাওয়ার কাপল (Sourav-Darshana) বলা হয় সৌরভ (Sourav Das) এবং দর্শনাকে (Darshana Banik)। বিয়ের বয়স হয়েছে প্রায় এক বছর হয়ে গেল। ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) ছাড়াও, সৌরভ আর দর্শনা একে অপরকে যে সবসময় ভালোবাসায় ভরিয়ে রাখতে চান, তার প্রমাণ প্রায় সময় পাওয়া গিয়েছে। তবে এবারের ভ্যালেন্টাইনস ডে সৌরভ দর্শনার সঙ্গে কাটাতে পারবেন না। তার জন্য আগের দিন স্পেশাল ডিনারে যাবেন দু’জনে। পুরো ভালোবাসা সপ্তাহ কীভাবে সেলিব্রেট করছেন টলিউডের এই পাওয়ার কাপল? ট্রাইব টিভিকে জানালেন সৌরভ।
সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে ব্যস্ত সৌরভ (Sourav-Darshana)
সামনেই রয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। তাই আপাতত এবারের প্রেম দিবসে সৌরভ আর দর্শনার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে সিসিএল (Sourav-Darshana)। প্র্যাকটিস নিয়ে এখন তুমুল ব্যস্ত অভিনেতা সৌরভ দাস। ১৪ তারিখেই তিনি সিসিএল এর প্র্যাকটিসে চলে যাবেন। তবে এটা ঠিক, যতই কাজের চাপ থাকুক না কেন, প্রেম দিবসে ভালোবাসার মানুষের জন্য স্পেশাল আয়োজন অবশ্যই থাকছে। সেই আয়োজন ১৪ তারিখ না হলেও, তার আগের দিন অর্থাৎ ১৩ তারিখ রাতে দুজনে একসাথে যাবেন ডিনারে।
সৌরভের জন্য দর্শনার নোট (Sourav-Darshana)
শুধু ভালোবাসা সপ্তাহে নয়, বরং মাঝেমধ্যেই সৌরভ এবং দর্শনা একে অপরকে গোলাপ দেন (Sourav-Darshana)। চকলেট ডে’তে সৌরভের জন্য বিশেষ সারপ্রাইজ রেখেছিলেন দর্শনা। সৌরভের বালিশের উপর সাজিয়ে রেখেছিলেন চকলেট। দুজনেই এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। প্রেম দিবসের দিনগুলো আগের মত রঙিন না হলেও, একে অপরকে বিশেষ মুহূর্ত উপহার দিতে ভুলছেন না। চকলেট ডে’তে দর্শনা সৌরভের জন্য চকলেটের পাশাপাশি একটা ছোট নোট রেখেছিলেন।
আরও পড়ুন: Devi: ভ্যালেন্টাইন্স ডে’তে ঘুরতে যেতে চান রনিতা, বড় বাধা সৌপ্তিক! তবে কি সম্পর্কে সমস্যা?
সব দিনই ভালোবাসার দিন (Sourav-Darshana)
আসলে সৌরভ এবং দর্শনা মনে করেন, সব দিনই ভালোবাসার দিন। কিন্তু ভালোবাসা সপ্তাহে প্রত্যেকটি দিন পালন করাটা উচিত। কারণ এই স্পেশাল দিনগুলোতে আর একটু ভালবাসার মধ্যে থাকতে ভালোবাসেন তাঁরা। ছোট ছোট মুহূর্তগুলো একে অপরের সঙ্গে কাটাতে পছন্দ করেন।
স্ত্রীকে সারপ্রাইজ দেবেন সৌরভ
প্রেমের দিনেও কিন্তু স্ত্রীকে অবশ্যই সৌরভ সারপ্রাইজ দেবেন। তবে সে সারপ্রাইজটা কী , তিনি এখন সারপ্রাইজ হিসেবেই রেখে দিয়েছেন। এবারের ভ্যালেন্টাইন্স ডে দুজনে একসঙ্গে থাকতে পারবেন না, যেহেতু ১৪ তারিখ সৌরভ বেরিয়ে যাচ্ছেন। আবার ওই দিন দর্শনার একটা বিয়ে বাড়ি রয়েছে। তাই সৌরভের সঙ্গে দর্শনা যেতে পারবেন না। তবে মনে করেন, বাহ্যিক ভাবে তারা কাছাকাছি থাকতে পারেনি তো কি হয়েছে, মানসিক ভাবে সবসময় তারা একে অপরের পাশে রয়েছেন।
আরও পড়ুন: Ranveer Allahbadia Controversy: বিতর্কিত মন্তব্যে আইনি জটে রণবীর, হাত ছাড়লেন প্রেমিকাও!
বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইনস ডে
প্রসঙ্গত ‘হৃদয়পুর’ নামক একটি ছবিতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন দর্শনা এবং সৌরভ। তারপর ২০২৩ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন। প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে তাঁদের বৈবাহিক জীবন। এটি বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইনস ডে। এই দিন একে অপরের কাছে না থাকলেও, মনের দিক থেকে দু’জন দু’জনের কাছেই রয়েছেন।