ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। হঠাৎ করেই তিনি ফেসবুকে জানালেন, ছবির নাম নাকি বদলে গিয়েছে। অর্থাৎ দ্য দিল্লি ফাইলস্ (The Delhi Files) নাম পরিবর্তন করে হল দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। কিন্তু কেন? কী কারনে হঠাৎ করে নাম পরিবর্তন? কবে মুক্তি পাবে ছবিটি? অভিনয়ে কে কে আছেন?
কবে মুক্তি? (Sourav Das)
‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির টিজার আসছে বৃহস্পতিবার ১২ জুন দুপুর বারোটায় (Sourav Das)। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলস।
নাম পরিবর্তনের কারণ (Sourav Das)
আসলে ছবিটির প্রথমে নাম ছিল দ্য দিল্লি ফাইলস (Sourav Das)। বদল করে রাখা হয় দ্য বেঙ্গল ফাইলস। কেন নাম পরিবর্তন করা হল? জানা গিয়েছে, যখন প্রজেক্টটি তৈরি হয়, তখন কথা ছিল দিল্লি ফাইলস্ নামে একটি চলচ্চিত্র এবং দ্বিতীয়টি বেঙ্গল চ্যাপ্টারের আদলে দুটি অংশের প্রকল্প বানানো হবে। কিন্তু দর্শক অনুরোধ করতে থাকে, দ্য বেঙ্গল ফাইলস বানানোর জন্য। তাই নাম পরিবর্তন করে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়।
জনসাধারণের ইচ্ছার সম্মান
অভিষেক আগরওয়াল,পল্লবী যোশী এবং বিবেক অগ্নিহোত্রী জনসাধারণের কথা মতো ছবির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। দ্য তাসখন্দ ফাইলস (২০১৯) ও দ্য কাশ্মীর ফাইলস (২০২২) এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রীর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তাঁর ফাইলস ট্রিলজির তৃতীয় সংস্করণ ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবিটির মধ্য দিয়ে ১৯৪০ দশকে অবিভক্ত বাংলায় সংঘটিত সাম্প্রদায়িক সংঘাতে উপর আলোকপাত করা হয়েছে। অগ্নিহোত্রী ‘হিন্দু গণহত্যা’র বিভিন্ন ঘটনাগুলিকে বর্ণনা করেছেন এই ছবির মধ্য দিয়ে।
আরও পড়ুন: Arijit Singh Ed Sheeran: বিদেশি গানে পাঞ্জাবি তড়কা, ‘স্যাফায়ার’-এ মত্ত নেটপাড়া!
নিরাপত্তার উদ্বেগ
জানা গিয়েছে, ছবিটি নির্মাণের সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিবেক অগ্নিহোত্রী ও তাঁর দল ছবিটির গল্প দর্শকের কাছে তুলে ধরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আর সে কারণে নিরাপত্তার উদ্বেগের সম্মুখীন হওয়ায় কলকাতার পরিবর্তে মুম্বাইতে চিত্রগ্রহণ করা হয়েছিল।
আরও পড়ুন: Saiyaara: প্রেমের গল্পে জীবন বরবাদ! গভীর বার্তা যশরাজ ফিল্মসের
কারা আছেন অভিনয়ে?
ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী , অনুপম খের ও পল্লবী যোশী সহ বহু অভিনেতা অভিনেত্রীকে। ছবি নির্মাতারা কয়েক মাস আগে টিজার প্রকাশ করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একটি ভুতুড়ে লুকে। রুক্ষ চেহারা সাদা দাড়ি সহ খালি করিডোরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেতা । পোড়া জিভ নিয়ে সংবিধানের প্রস্তাবনা আওরাচ্ছেন। ছবিটি তেজ নারায়ণ আগরওয়াল ও আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন দ্বারা উপস্থাপিত।