Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক হার হয়েছে পাকিস্তানের। একতরফা ম্যাচে প্রত্যাশা মতো জয় ছিনিয়ে নিয়েছে গম্ভীর শিবির (Asia Cup)। এবার সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারত-পাক ম্যাচ নিয়ে কী বললেন মহারাজ? (Asia Cup)
এশিয়া কাপে ভারত অন্যতম ফেভারিট হয়েই মাঠে নেমেছে। তবে ক্রীড়াপ্রেমীদের নজর ছিল ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচের দিকে। যেখানে আশা করা গেছিলো ভারত-পাকিস্তানের হাডাহাড্ডি লড়াই উপভোগ করতে পারবে দর্শকরা। কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন ভারত-পাকিস্তান ম্যাচ একতরফা হয়ে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে দাপটের সাথে ম্যাচ জিতে নিয়েছে ‘মেন ইন ব্ল’। ভারত সুপার ফোরে চলে গেলেও এলিমিনেশনের মুখে পাকিস্তান দল। বয়কটের মুখে দাঁড়িয়েও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক ম্যাচ নিয়ে ছিল উত্তেজনা। তবে এই ম্যাচের থেকে ম্যানচেস্টার ডার্বিকে এগিয়ে রাখলেন মহারাজ (Asia Cup)।
কলকাতার এক অনুষ্ঠানে এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এই ম্যাচের প্রথম ১৫ ওভার দেখার পরেই তিনি ভারত-পাকিস্তান ম্যাচ দেখা বন্ধ করে দেন বরং তার বদলে তিনি ম্যানচেস্টার ডার্বি দেখছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন এই ম্যাচে তিনি যা দেখেছেন সেটা মোটেও তাকে অবাক করে নি।

আরও পড়ুন: Beginning of Durga Puja: ইংরেজদের খুশি করতেই কি দুর্গাপুজোর সূচনা?
সৌরভ নিজের বক্তব্যে বলেন ‘১৫ ওভারের পরে খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি দেখছিলাম তার বদলে। এখন পাকিস্তান আমাদের বিরুদ্ধে লড়াইও করতে পারে না।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পুরনো দিনের কথা উল্লেখ করে বলেন ‘আগে যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলা হতো তখন তাদের টিম ছিল দারুন। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদরা খেলতেন কিন্তু এখন সেই মানের ক্রিকেটারদের অভাব স্পষ্ট’ বলেও জানান ভারতের প্রাক্তন তারকা।
শেষ পাঁচ বছরের ভারত-পাকিস্তান যতবার মুখোমুখি হয়েছে জয় পেয়েছে ভারতীয় দল। কার্যত সেইসব খেলা একতরফা হয়েছে আর সেই কারণে আলাদা করে ভারত-পাক ম্যাচ নিয়ে আলাদা করে উত্তেজনা সৃষ্টি হয় না বলেই জানান সৌরভ। তিনি বলেন ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, এমনকী আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতের ম্যাচ উপভোগ্য হয়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দেখারই কোনও মানে হয় না।’ হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কিছু মন্তব্য না করলেও সন্ত্রাস বন্ধের বার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Asia Cup)।