ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন নজির গড়ল কলকাতার ইডেন গার্ডেন। কর্নেল এন জে নাইয়ার ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর নামে ইডেনের গ্যালোরির দুটি স্ট্যান্ড নামাঙ্কিত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সিএবি।
তারকা খচিত এই অনুষ্ঠানে দুজনকেই সংবর্ধিত করা হল সিএবির পক্ষ থেকে। এই সম্মান পেয়ে আপ্লুত ঝুলন। অস্ট্রেলিয়ায় বিরাট-রোহিতদের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও নয়া নজির গড়ল ইডেন গার্ডেন্স। অশোক চক্র ও কীর্তি চক্রে সম্মানিত প্রয়াত কর্নেল এন.জে নাইয়ার ও বিশ্ব তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবথেকে সফল বোলার ঝুলন গোস্বামীর নামে ইডেনের গ্যালোরির দুটি স্ট্যান্ড নামাঙ্কিত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বিশ্বে এই প্রথম ইডেনেই কোনও মহিলা ক্রিকেটারের নামে কোনও স্ট্যান্ডের নামকরণ করা হল। ইডেনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ঘোষণা করল সিএবি।
আরও পড়ুন: https://tribetv.in/return-jawaharlal-nehrus-letter/
আগামী ২২ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে দুজনের নামাঙ্কিত স্ট্যান্ডের। অনুষ্ঠানে কর্নেল এন জে নাইয়ারের পুত্র শিবন নাইয়ার ও ঝুলন গোস্বামীকে সংবর্ধিত করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ লক্ষ্মীরতন শুক্লা, শিবশঙ্কর পাল, সৌরাশিস লাহিড়ী, ক্রিড়া প্রশাসক জয়দ্বীপ মুখোপাধ্যায়, বিশ্বরূপ দে, চিফ অফ ইস্টার্ন কম্যান্ড লেফটন্যান্ট জেনারেল আরসি শ্রীকান্ত ও সেনাবাহিনীর আধিকারিকরা। নিজের ঘরের সংস্থার কাছ থেকে এত বড় সম্মান পেয়ে আবেগে ভাসলেন ঝুলন গোস্বামী।
সিএবির এই অভিনব উদ্যোগের প্রশংসা করলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশংসা করলেন ঝুলনের। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে রোহিত শর্মা- বিরাট কোহলিদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ। ওপেনিং স্লট ছেড়ে রোহিতের ৬ নম্বরে নামা নিয়েও রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন সৌরভ। বিরাটের অফস্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটানোর উপায়ও বলে দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
আরও পড়ুন: https://tribetv.in/sukanta-majumdar-in-discomfort-due-to-bail-pressured/
BCCI অনুর্ধ ১৫ মহিলা ওয়ান ডে টুর্নামেন্টে জয়পুরে ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়ারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অদ্রিজা সরকার, সন্দীপ্তা পাত্রদের হাত ধরে দীর্ঘদিন পর জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বাংলা।