Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জানুয়ারির শুরু থেকেই শীতের আসা-যাওয়া লেগেই রয়েছে। একটু জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ফের বাড়ছে তাপমাত্রা। এবার ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা (Weather)। আগামী সপ্তাহে প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন খুব একটা তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপর থেকেই বাড়বে তাপমাত্রার পারদ।
২৪ শে জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার (Weather) পরিবর্তনের সম্ভাবনা। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। সকালের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তবে সবচেয়ে বেশি কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Drive Hridaya: রোটারি ক্লাবের ‘ড্রাইভ হৃদয়া কার র্যালি’তে প্রাণের সন্ধান, ক্যালেন্ডারের পাতায় রফি
আরও পড়ুন: Mountain Tour: পাহাড়ে যাবেন? হাতে সময় নেই? ঘুরে আসুন এই কয়েকটা জায়গা
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া (Weather)
আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বাংলায়। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা থাকলেও বেলা বাড়লেই ঠান্ডা উধাও। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন একই রকম থাকবে।
১৪ ডিগ্রীর ঘরে কলকাতায় পারদ। সকালে খুব হালকা কুয়াশা। পাঁচ দিন প্রায় একইরকম তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার (Weather) খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল – সন্ধ্যা শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী ৫ দিনে বৃষ্টির ও কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Bankura: ফের খুলে গেল শালতোড়ার পাথর খাদান, খুশির হাওয়া এলাকায়
উত্তরবঙ্গে (North bengal Weather) ফের বৃষ্টি
উত্তরবঙ্গে (North bengal Weather) ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং-এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তাও দিল হাওয়া অফিস। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে।
অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গুজরাট থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা। আরো একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূলে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার ২২ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। প্রবল বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরিতে। শীতল দিনের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়ে তার প্রভাব পড়বে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, রাজস্থান। হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে।