ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় এক্সপ্রেস (Special Pravasi Bharatiya Express) নামে একটি বিশেষ পর্যটক ট্রেনের উদ্বোধন করলেন। এই ট্রেনটি ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে চালু করা হয়। সরকার জানিয়েছে, এই তারিখটি মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার শতবর্ষ স্মরণে উৎসর্গ করা হয়েছে।
প্রবাসী ভারতীয় এক্সপ্রেস সম্পর্কে (Special Pravasi Bharatiya Express)
প্রবাসী ভারতীয় এক্সপ্রেস (Special Pravasi Bharatiya Express) হলো একটি আধুনিক পর্যটক ট্রেন, যা বিশেষভাবে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য প্রস্তুত করা হয়েছে।
কারা এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন (Special Pravasi Bharatiya Express)
এই ট্রেনে শুধুমাত্র ৪৫-৬৫ বছর বয়সী ‘ভারতীয় বংশোদ্ভূত’ (PIO) ব্যক্তিরা ভ্রমণ করতে পারবেন (Special Pravasi Bharatiya Express)। তবে বিশেষভাবে নিম্ন আয়ের PIO-দের জন্য অগ্রাধিকার দেওয়া হবে, যারা নিজেদের খরচে ভারতে আসতে অক্ষম। এই তথ্য সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনের ভারতীয় দূতাবাস জানিয়েছে।
ট্রেনটির সর্বাধিক যাত্রী ধারণক্ষমতা ১৫৬ জন।
ভ্রমণের পরিকল্পনা
প্রবাসী ভারতীয় এক্সপ্রেস ভারতজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থান ভ্রমণ করবে। ভ্রমণের সময়কাল হবে তিন সপ্তাহ। ট্রেনটি ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে দিল্লির সাফদারজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
এই বিশেষ ট্যুরটি ‘প্রবাসী তীর্থ দর্শন যোজনা’ (PTDY) প্রকল্পের অধীনে আয়োজিত হচ্ছে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর যৌথ উদ্যোগ। এর উদ্দেশ্য প্রবাসী ভারতীয়দের তাদের শিকড়ের সঙ্গে যুক্ত করা।
আরও পড়ুন: Couple Suicide Case: ২৬ তম বিবাহবার্ষিকীর রাতেই আত্মহত্যা নাগপুর দম্পতির
ট্রেনের রুট
প্রবাসী ভারতীয় এক্সপ্রেস অযোধ্যা, পাটনা, গয়া, বারাণসী, মহাবলীপুরম, রামেশ্বরম, মাদুরাই, কোচি, গোয়া, একতা নগর (কেভাডিয়া), আজমের, পুষ্কর এবং আগ্রা পরিদর্শন করবে।
টিকিট মূল্য
ভারত সরকার এই ট্রেন সফরের সমস্ত খরচ বহন করবে। এছাড়াও, বিদেশ থেকে ভারতে আসার রিটার্ন বিমান ভাড়ার ৯০ শতাংশ বহন করবে। PIO-দের নিজস্ব বিমান ভাড়ার মাত্র ১০ শতাংশ বহন করতে হবে। এই সুবিধাটি ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে মন্ত্রকের তরফ থেকে চালু করা হবে।