ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২১৪ বছরের পুরনো মতুয়াদের আবেগের বারুণী মেলা। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে শুরু হয়। ২৬ মার্চ থেকে ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলা (Matua Baruni Mela 2025)। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু এবছরের পুণ্যস্নান। মেলা চলবে সাতদিন ধরে।
বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেজে উঠেছে, দূর দুরন্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছে। আপাতত দূরেই রয়েছে পদ্মফুল আর জোড়াফুলের রাজনৈতিক বিবাদ। বিভেদ ভুলে একসঙ্গে ঠাকুরবাড়ি। দুই পরিবার একত্রিতভাবে মেলা করছে শুনে খুশি মতুয়া ভক্তরা (Matua Baruni Mela 2025)। তারা বলছেন, আমরা এটাই তো চাই। ঠাকুর বাড়িতে সমস্ত বিবাদ মিটে যাক। একত্রিত হয়ে থাকুক তারা।
আরও পড়ুন: Burdwan Health City: বাংলার স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে যুগান্তকারী উদ্যোগ!
ভক্তদের সুবিধার্থে বিশেষ ট্রেন (Matua Baruni Mela 2025)।
প্রতিবারের মতো এবারও পুণ্যস্নানের জন্য বিপুল ভক্তসমাগমের আশা করছে মেলা কমিটি। তাই মেলায় যেতে ভক্তদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেল। বাংলা ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ভক্তরা (Matua Baruni Mela 2025) এই মেলায় যোগ দিতে আসেন। তাঁদের কথা ভেবেই বিশেষ ট্রেনগুলি চালু করা হল বলে রেল সূত্রে খবর। সাতদিন ধরে সবমিলিয়ে ৮ টি লোকাল ট্রেন এবং চারটি বিশেষ মেল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

রেল সূত্রে খবর, বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর পর্যন্ত আটটি লোকাল ট্রেন ছাড়াও কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুর দুয়ার থেকে চারটি বিশেষ মেল, এক্সপ্রেস ট্রেন চালানো হবে। চারটি আপ ও চারটি ডাউন লোকাল চলবে ঠাকুরনগর থেকে গেদে, লালগোল, ক্যানিং ও নামখানার মধ্যে (Matua Baruni Mela 2025)। সূচি অনুযায়ী, ২৬ মার্চ, বৃহস্পতিবার গেদে থেকে সকাল ৬.৪৫, লালগোলা থেকে ভোর ৪.৫০, ক্যানিং থেকে সকাল ৬.৩৫ ও নামখানা থেকে সকাল ৫ টায় বিশেষ লোকাল ট্রেনগুলি ছাড়বে ঠাকুরনগরের উদ্দেশে। ২৭ মার্চ ট্রেনগুলি ঠাকুরনগর থেকে ছাড়বে যথাক্রমে বিকেল ৪.৩৫, পৌনে চারটে, বিকেল ৫টা ও বিকেল ৪.০৫ মিনিটে।
আরও পড়ুন: Women Compartment: কমবে হয়রানি! মহিলা কামরা বাড়ছে লোকাল ট্রেনে
এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ২৬ মার্চ, কাঠগোদাম থেকে সকাল ১০টা, সকাল ৮টার সময় জগদলপুর থেকে ঠাকুরনগরের (Matua Baruni Mela 2025) উদ্দেশে ছাড়বে দু’টি বিশেষ ট্রেন। ২৭ মার্চ কেসিঙ্গা থেকে ৪.১০ মিনিটে ছাড়বে আরও দু’টি বিশেষ ট্রেন। মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহর বিশ্বাস জানান, ”মহারাষ্ট্রের মালকানগিরি, আসরিধাম, দিল্লি, বিহার, ত্রিপুরা, অসম থেকে হাজার হাজার ভক্ত আসেন ঠাকুরনগরে। তাঁদের যাতায়াতের জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।”