ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুরের জন্য এক সপ্তাহ আইপিএল (IPL 2025) বন্ধ থাকার পর আইপিএল গভর্নিং কাউন্সিল বাকি ম্যাচগুলোর জন্য যে পরিবর্তিত সূচি ঘোষণা করেছে তাতে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে পয়লা জুনের কোয়ালিফায়ার-টু এবং ৩ জুনের ফাইনাল গুজরাতের আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। ওই সময় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসকেই কারণ হিসেবে দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতেই হতাশ সিএবি থেকে শুরু করে রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষরা। এবার তাতেও লাগলো রাজনৈতিক রং। শুরু হয়ে গেল শাসক-বিরোধী তরজা।
ঘটনার সূত্রপাত(IPL 2025)
ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) এক্স হ্যান্ডেলে একটি পোস্টকে ঘিরে। ইডেন থেকে গুজরাতে আইপিএল (IPL 2025) ফাইনাল ম্যাচ সরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই দায়ী করেছেন তিনি। পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, ‘ইডেন গার্ডেন্স থেকে আইপিএল ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের আরেকটা জ্বলন্ত প্রমাণ! আবহাওয়া শুধু একটি অজুহাত মাত্র।
এই সিদ্ধান্তের নেপথ্যে আসল এবং অন্যতম কারণ হলো বাংলার বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্পূর্ণ ভেঙে পড়া প্রশাসনিক কাঠামো এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অযোগ্যতা। রামনবমীর দিনে নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ সরানোর আবেদন করে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, ‘আমরা নিরাপত্তা দিতে পারব না’, তখনই স্পষ্ট হয়ে যায়, এই সরকার একটি ক্রিকেট ম্যাচ চালাতে অক্ষম, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তো আরও অপারগ! এরপরই এই বক্তব্যের পাল্টা প্রতিবাদের রাস্তায় হাঁটল রাজ্য।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ক্রীড়ামন্ত্রীর(IPL 2025)
বৃহস্পতিবার নবমহাকরণে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ইডেন থেকে গুজরাতে আইপিএলের (IPL 2025) জোড়া ম্যাচ সরানোর জন্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব ভর্মা এবং রাজ্যের যুব-কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোংরা রাজনীতি করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বাংলার ক্রীড়া প্রেমীদের বঞ্চিত করা হলো বলে রীতিমতো তোপ দাগলেন ক্রীড়ামন্ত্রী। সুকান্ত মজুমদার মিথ্যে বলছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Baul Emperor: নব্বইতেও অবিনশ্বর, লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস
ক্রীড়ামন্ত্রী প্রশ্নের মুখে সুকান্ত মজুমদার (IPL 2025)
ক্রীড়ামন্ত্রীর যুক্তি, আইপিএল(IPL 2025) গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়ার কারণেই ম্যাচ সরানো হয়েছে। তাহলে কোনটা সত্যি? ইডেন থেকে ম্যাচ সরানোর আসল কারণ কী? সেই প্রশ্নই তুললেন ক্রীড়ামন্ত্রী। এক্ষেত্রেও কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ তুললেন অরূপ বিশ্বাস। তাঁর দাবি, সর্বক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বঞ্চিত করা হচ্ছে। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য বকেয়া এক লক্ষ ৮৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। একইভাবে ক্রীড়াক্ষেত্রেও বাংলাকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। শুধুমাত্র রাজনৈতিক কারণেই খেলা ইডেন থেকে সরানো হয়েছে বলে দাবি তাঁর।
২০২৩ আইপিএল ফাইনালে বৃষ্টির পূর্বাভাস থাকায় রিজার্ভ ডে ছিল। এবারে কেন সেই নিয়ম প্রয়োগ করা হলো না? প্রশ্ন ক্রীড়ার মন্ত্রীর। গত চার বছরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেন তিনটে ফাইনাল হল? সুকান্ত মজুমদারের থেকে পাল্টা সেই উত্তরও চেয়েছেন অরূপ বিশ্বাস।
আরও পড়ুন: PM Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি!
কলকাতা থেকে ম্যাচ সরানোয় BCCI-কে একহাত ক্রীড়ামন্ত্রীর
কলকাতা থেকে ম্যাচ সরানোর জন্য আবহাওয়ার পূর্বাভাসকে কারণ হিসেবে দেখানোয় বিসিসিআই-কেও একহাত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গত ১২ মে-এর দেওয়া বিবৃতি তুলে ধরে বিসিসিআইয়ের (BCCI) সেই দাবিকেও খারিজ করে দিয়েছেন তিনি। গত ১২ তারিখের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সেই বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহের কোনও পূর্বাভাস তারা দেয়নি। ফলে ওই সময় কলকাতায় বৃষ্টি হওয়ার পূর্বাভাসের কোথাও ভিত্তিহীন। যদিও বিসিসিআইয়ের একটি অংশ দাবি করেছে, এক মার্কিন অ্যাপের পূর্বাভাসের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়েও সরব হয়েছেন ক্রীড়ামন্ত্রী। আমেরিকার আবহাওয়াবিদদের কথা বিশ্বাস করে ভারতীয় আবহাওয়াবিদ ও বিজ্ঞানীদের বিসিসিআই অপমান করেছে বলেও মন্তব্য করেন অরূপ বিশ্বাস।
পুলিশি অনুমতি নিয়ে সুকান্তর অভিযোগের জবাব মনোজ ভার্মার
রামনবমীর দিন নিরাপত্তার কারণে ইডেন ম্যাচের পুলিশি অনুমতি না পাওয়া নিয়ে সুকান্ত মজুমদার যে অভিযোগ করেছেন, তার জবাব দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(Manoj Kumar Verma)। তিনি বলেন, ইডেনে সাতটা ম্যাচ হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই ভালোভাবে খেলা দেখেছে। শুধুমাত্র রামনবমীর দিন নিরাপত্তার কারণে একটি ম্যাচ নিয়ে সমস্যা হয়েছিল। সেটাও কলকাতাতেই হয়েছে। কেউ কোনও আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেনি।