ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের গোপন প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগে ফের পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগসূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দারা(Spy Arrest In Rajasthan)। শনিবার গুজরাত ও রাজস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। অভিযোগ, দু’জনেই পাকিস্তানের হয়ে দীর্ঘদিন ধরে চরবৃত্তির কাজে যুক্ত ছিলেন। দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে এটি একটি উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গুপ্তচর সন্দেহে ধৃত ২
প্রথম ধৃত ব্যক্তি হলেন গুজরাতের কচ্ছ জেলার বাসিন্দা সহদেব সিংহ গিল ভারতের গোপন প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগে ফের পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগসূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দারা(Spy Arrest In Rajasthan)। তিনি পেশায় স্বাস্থ্যকর্মী হলেও, তাঁর বিরুদ্ধে ভারতীয় নৌসেনা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। গুজরাত ATS-এর দাবি, সহদেব পাকিস্তানি চরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তথ্য পাচার করতেন।এই ঘটনায় নতুন মোড় আসে কয়েক ঘণ্টার মধ্যেই, যখন রাজস্থানের বারমের জেলার ডিগ অঞ্চল থেকে কাশিম নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা। গোয়েন্দা সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন একাধিকবার পাকিস্তানে ফোনে যোগাযোগ করেছিলেন কাশিম। এমনকি, তিনি একাধিকবার পাকিস্তানে সফর করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে।
ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে (Spy Arrest In Rajasthan)
কাশিমের ফোন ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে (Spy Arrest In Rajasthan)। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই সময়ে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কোনও গোপন নথি আদান-প্রদান হয়েছে কি না। গোয়েন্দাদের (NIA India) দাবি, প্রাথমিক তদন্তে বেশ কিছু সন্দেহজনক নম্বরের সন্ধান পাওয়া গিয়েছে যেগুলি পাকিস্তান থেকে পরিচালিত।এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই জয়সলমের থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল একই অভিযোগে। ২০১৩ সালে পাকিস্তান সফরের সময় তিনি আইএসআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগে আসেন এবং এরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করতেন বলে পুলিশের দাবি।

আরও পড়ুন: Aseefa Bhutto Zardari :জনতার রোষের মুখে পাক প্রেসিডেন্টের কন্যা আসিফা ভুট্টো! আক্রান্ত কনভয়
চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ১৫ (Spy Arrest In Rajasthan)
এখন পর্যন্ত চরবৃত্তির অভিযোগে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও দিল্লি মিলিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে (Spy Arrest In Rajasthan)। প্রতিটি ক্ষেত্রেই আইএসআই-এর যোগসূত্র উঠে এসেছে বলে তদন্তকারী সংস্থাগুলির অভিমত।ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই গ্রেফতারির ধারা ইঙ্গিত দিচ্ছে যে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাদের চর জালকে আরও বিস্তৃত করছে এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন পেশার মানুষকে ব্যবহার করছে।

আরও পড়ুন: Gaza Crisis : ইজ়রায়েলি বোমার আঘাতে ৯ সন্তানকে হারালেন চিকিৎসক!
‘অপারেশন ট্র্যাকডাউন’ (Spy Arrest In Rajasthan)
জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই সন্দেহভাজনদের তালিকা চিহ্নিত করে নজরদারি বাড়িয়েছে (Spy Arrest In Rajasthan)। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই ধরণের চরবৃত্তির নেটওয়ার্ক ভেঙে ফেলতে ‘অপারেশন ট্র্যাকডাউন’ নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে।এই ঘটনা থেকে স্পষ্ট যে, দেশের নিরাপত্তা ব্যবস্থায় সাবধানতা আরও জোরদার করা প্রয়োজন, বিশেষত সীমান্তবর্তী রাজ্যগুলিতে। সরকারের পক্ষ থেকে এই ধরনের চর জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। তদন্ত চলছে, এবং আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।