Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানা হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে(Spy Jyoti Malhotra)। ট্রাভেল ভ্লগ বানাতেন ঘুরে ঘুরে। আর দেশের তথ্য পাচার করতেন পাকিস্তানে। এককথায় ইউটিউবার থেকে পাকিস্তানের গুপ্তচর। জ্যোতি মালহোত্রার গল্প আধুনিক যুদ্ধশাস্ত্রের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। ইতিমধ্যে তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর থেকেই নজরে রয়েছে জ্যোতি। দিনে দিনে সামনে উঠে এসেছে তাঁর কীর্তিকলাপ। এই আবহে জ্যোতির বাবা হরিশ মালহোত্রাজানিয়েছেন, মেয়ে যে পাকিস্তানে যাচ্ছেন, তা ঘূণাক্ষরেও জানতেন না তিনি।এমনকী মেয়ের ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিষয়েও অন্ধকারে ছিলেন তিনি।
জ্যোতি মালহোত্রার বাবার উল্টো সুর (Spy Jyoti Malhotra)
মেয়ের পাকিস্তান ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকলেও, এই বিষয়ে কিছু জানতেন না বলেই দাবি করেছেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা(Spy Jyoti Malhotra)। এএনআই-কে ইউটিউবারের বাবা বলেন, ‘ও আমাকে বলত দিল্লি যাচ্ছে। তার বেশি আমাকে কোনওদিন কিছু বলেনি।’ যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, জ্যোতি ভিডিও করার জন্য পাকিস্তানে গিয়েছিলেন।সেই বক্তব্য থেকে একেবারে উল্টো পথে গিয়ে এখন তাঁর দাবি মেয়ে নাকি ভিডিও করতেন বাড়িতেই।জ্যোতির বাবা আরও জানান, করোনার আগে দিল্লিতে কাজ করত তাঁর মেয়ে। কিন্তু পরে সেই কাজ ছেড়ে দেন জ্যোতি।
হিসার পুলিশ সুপারের বক্তব্য (Spy Jyoti Malhotra)
হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান বলেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে সেখানে জ্যোতি গিয়েছিলেন(Spy Jyoti Malhotra)। তার আগে পাকিস্তানেও ঘুরে এসেছেন। তাঁর এই সফরের মধ্যে যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা।অপারেশন সিঁদুর-এর সময়েও দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পাকিস্তানের কিছু হাই প্রোফাইল মানুষের সঙ্গেও জ্যোতির যোগাযোগ ছিল বলে দাবি গোয়েন্দাদের।
আরও পড়ুন- Vice President: প্রকাশ্যে ক্ষেদ প্রকাশ উপরাষ্ট্রপতির, কিন্তু কেন?
ইউটিউব চ্যানেলে পাকিস্তান যোগ (Spy Jyoti Malhotra)
জ্যোতি মালহোত্রার ‘ট্রাভেল উইথ জো’ নামক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লক্ষ(Spy Jyoti Malhotra)। পাক হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে আলাপ ছিল জ্যোতির, সন্দেহ পুলিশের। শুধু তাই নয়, তিনি কমপক্ষে দু’বার পাকিস্তানে গিয়েছিলেন বলেও তথ্য পেয়েছেন তদন্তকারীরা।জ্যোতির ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৪৫০টি ভিডিও আপলোড করা হয়েছে। তারমধ্যে কিছু ভিডিওর শিরোনাম ‘পাকিস্তানে ভারতের মেয়ে’, ‘লাহোর ঘুরে দেখছে ভারতের কন্যা’, ‘পাকিস্তানের বিলাসবহুল বাস ঘুরে দেখছে ভারতীয় কন্যা’।
জ্যোতির সাহায্যে প্রচারমূলক ভিডিও (Spy Jyoti Malhotra)
তদন্তকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার কারণে পাকিস্তানের এজেন্টরা জ্যোতিকে দিয়ে প্রচারমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এই সব ভিডিও রেকর্ড করত(Spy Jyoti Malhotra)। সেই সব ভিডিওতে রয়েছে আটারি-ওয়াঘা বর্ডার পেরনো, লাহোরের আনারকলি বাজার, বাসযাত্রা ইত্যাদি। বারবার তাঁর পাকিস্তান ভ্রমণ তাঁকে সন্দেহের তালিকায় ফেলে দেয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁর ফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিও বাজেয়াপ্ত করেছে। গত বছরের মার্চ মাসে, তিনি পাকিস্তানি দূতাবাসে গিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন।