ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্পর্ক ভেঙেছে বহুদিন আগেই (Srabanti Chatterjee)। পরস্পরের পথ আলাদা হতেই, দুজনে নিজেদের মতো করে ভালো রয়েছেন। শুধুমাত্র বাকি ছিল আইনি একটা স্বাক্ষর। তারপর আগের মতই তারা পরস্পরের অপরিচিত। বলা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং রোশন সিংয়ের (Roshan Singh) কথা। বিবাহ বিচ্ছেদে (Divorce) চূড়ান্ত স্বাক্ষর করলেন গত ৮ এপ্রিল।
আইনি বিচ্ছেদে সিলমোহর (Srabanti Chatterjee)
রোশন সিংয়ের সাথে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) বিয়ে যে ভেঙেছে, সে খবর বহুদিন আগেই শোনা গিয়েছে। তবে ডিভোর্সের বিষয়টা নিয়ে দু’জনেই চুপ ছিলেন। বলা ভালো, বিষয়টা তারা গোপনে রেখেছিলেন। দীর্ঘদিন ধরেই নাকি আইনি বিচ্ছেদ নিয়ে বেশ টানাপোড়েন চলছিল। গত ৮ এপ্রিল আদালতের তরফ থেকে তাদের বিবাহ বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে মিটেছে। প্রেম বিয়ের আগে যেমন তারা অপরিচিত ছিলেন, ঠিক আবারও তারা একে অপরের অপরিচিত হয়ে গেলেন।
নতুন জীবনে শ্রাবন্তীর প্রাক্তন (Srabanti Chatterjee)
২০১৯ সালে বিয়ে করেছিলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) এবং রোশন। সম্পর্কের এক বছরে যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়ে নেন, সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসবেন। ২০২০ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আইনি বিচ্ছেদ হতেই সোশ্যাল মিডিয়ায় ছবি বদলে ফেলেছেন রোশন। শেয়ার করেন তার বাগদত্তা অনামিকা মিত্রের ছবি। সবে একটা বন্ধন থেকে মুক্তি পেলেন। আপাতত নিজেকে গুছিয়ে নেওয়ার পালা। তারপর হয়ত নতুন জীবন শুরু করবেন। অনামিকার সঙ্গে রোশন কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Projapoti 2: আবারও দেবের ধামাকা, বিদেশের মাটিতে ‘প্রজাপতি ২’! কী বললেন পরিচালক?
অভিনয়ে আসবেন রোশন!
এর আগে একাধিকবার গুঞ্জন শোনা গিয়েছিল, রোশন নাকি অভিনয়ে আসবেন। সত্যি কি তিনি অভিনয় আসতে চলেছেন? যদিও তার একটা নিজস্ব জিম রয়েছে। তিনি সেই কাজে খুব খুশি। অভিনয়ের প্রতি সেভাবে আগ্রহ কোনও দিন প্রকাশ করেননি।
আরও পড়ুন: TRP List: টিআরপিতে অপ্রতিদ্বন্দ্বী পরিণীতা, ঘটল রদবদল! প্রথম পাঁচে কারা?
কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত শ্রাবন্তী
এই মুহূর্তে অভিনেত্রী শ্রাবন্তীও নিজের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। সেই ছোট থেকে যুক্ত রয়েছেন ইন্ডাস্ট্রির সঙ্গে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘হাঙ্গামা ডট কম’। ‘আমার বস’ ছবি নিয়ে রয়েছে ব্যস্ততা। অপরদিকে কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী’। অভিনেত্রীর অনুরাগীদের মতে, এই ছবিটি শ্রাবন্তীর কেরিয়ারে হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। ছবিটি নিয়ে অভিনেত্রী বেশ উৎসাহী। এরকম চরিত্রে অভিনেত্রীকে এর আগে দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই দেবী চৌধুরানীতে যে শ্রাবন্তীকে নতুন রূপে দেখা যেতে চলেছে, তা বলাই বাহুল্য।