ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তাঁর অভিনয় দক্ষতা কতটা তা মনে হয় সকলেই জানে। তবে এবার তাঁকে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে দেখা যাবে। প্রথমবার তিনি বাংলা সিনেমা উপস্থাপনা করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব কোয়াল আর প্রযোজনা করছেন সেভেন হর্স প্রোডাকশন। কোন নতুন ছবি আসছে? ছবির গল্প কেমন? কারা কারা অভিনয়ে আছেন?
আবেগপ্রবণ কাহিনী (Srabanti Chatterjee)
আসছে নতুন ছবি ‘দাঁতের লড়াই’ (Daater Lorai)। এক গ্রামীণ পটভূমিতে গড়ে উঠা আবেগপ্রবণ কাহিনী (Srabanti Chatterjee)। যেখানে অনেক ছোটদেরকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। গল্পের মুখ্য চরিত্রে ‘খুকু’ নামের এক দরিদ্র মেয়ে। খুকুর প্রিয় ক্যান্ডির নাম দাঁতের লড়াই। এই ক্যান্ডি ঘিরে গড়ে ওঠা খুকুর জীবনের টানাপড়েন ও ছোট ছোট স্বপ্ন নিয়েই বিভিন্ন আবেগঘন মুহূর্ত।
কী বললেন শ্রাবন্তী? (Srabanti Chatterjee)
শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) ছবিটি নিয়ে বলেন, “‘দাঁতের লড়াই’ (Daater Lorai) এক হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কোয়াল ও তাঁর টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন, তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি। দেখার পর মনে হয়েছে এটি একটি সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিই এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম প্রেজেন্টার হিসেবে কাজ করছি। তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলা সিনেমার প্রতি আমার ভালোবাসা এবং অবদান রাখার ইচ্ছা থেকেই এই দায়িত্ব গ্রহণ করেছি।”

আরও পড়ুন: Salman Khan: কঠিন রোগে সলমন, তবুও ভক্তদের কাছে তিনি বিবাহযোগ্য পুরুষ!
অভিনয়ে আছেন
ছবির মূল চরিত্রে রয়েছেন শিশু অভিনেত্রী আকাঙ্ক্ষা সেনগুপ্ত। অর্থাৎ খুকুর ভূমিকায় অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। খুকুর বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী ও মায়ের চরিত্রে রয়েছেন স্বস্তিকা দাস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা ও বাবলু ব্যানার্জি। চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক বিপ্লব কয়াল নিজেই। ক্যামেরা ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন বুবাই হালদার।

আরও পড়ুন: Debchandrima Singha Roy: বড় সিদ্ধান্ত দেবচন্দ্রিমার, হঠাৎ বদলে ফেললেন জীবন!
টিজার ও গান প্রকাশ্যে
‘দাঁতের লড়াই’ (Daater Lorai) ছবির টিজার ও গানগুলি ইতিমধ্যেই প্রকাশে এসেছে। সংগীত পরিচালনা করেছেন সুবীর চ্যাটার্জী। টাইটেল সং গেয়েছেন দেবপ্রিয় দাস। ‘রাত পোহালে’ গানটি গেয়েছেন অরিজিৎ কিশোর রায় এবং ‘ঘুমের দেশের রানী’ গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন পরিজাত চক্রবর্তী। গানের কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ ও অভিলাষ চক্রবর্তী। খুবই শীঘ্রই হতে চলেছে ছবিটির ট্রেলার লঞ্জ পার্টি। ছবিটি মুক্তি পাচ্ছে ১১ জুলাই। ছবির পরিচালক আশাবাদী যে, ছবিটি সকলের মন জয় করে নেবে।