Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পরিচারিকা একটি ছোট্ট শিশুর উপর অত্যাচার চালাচ্ছে। আর এ ঘটনাটি ঘটেছে কাঞ্চন শ্রীময়ীর ছোট্ট সন্তানের উপর। যে ঘটনা দেখে রীতিমত আঁতকে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তাঁর অভিব্যক্তি ও প্রতিক্রিয়া যেন সকল মা এবং পরিবারের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা। সকল মায়েদেরকে সতর্ক করার জন্য কী বার্তা দিলেন শ্রীময়ী?
কাঞ্চন ও শ্রীময়ী ( Kanchan -Sreemoyee) অভিনয়ের জগতে সাথে ওতপ্রোত ভাবে জড়িত। কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বাচ্চাকে রেখে বাইরে কাটাতে হয় তাঁদেরকে। ছোট্ট কৃষভি থাকে শ্রীময়ীর মায়ের দায়িত্বে। তবে সেদিন শ্রীময়ীর মা গিয়েছিলেন বাড়ির কাছাকাছি এক মন্দিরে পুজো দিতে । আর সেই সুযোগে বাচ্চাকে সামলাতে না পেরে পরিচারিকার এমন অদ্ভুত ব্যবহার। যা রীতিমত গায়ে কাঁটা দেওয়ার মত।
শিশুর নিরাপত্তা ও স্বস্তি (Sreemoyee Chattoraj)
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) মতে,”এই ধরনের অত্যাচার কোনও মতেই মেনে নেওয়া যায় না। এটি একমাত্র মা-বাবা বুঝতে পারেন,যখন তাঁদের বাচ্চা কষ্ট পাচ্ছে।” সাথে তিনি আরও বলেন,” শিশুর নিরাপত্তা এবং স্বস্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং পরিচারিকার মাধ্যমে যদি কোনও রকম অত্যাচার বা অবহেলা হয়, তা একেবারেই অনুচিত।”
মায়েদের উদ্দেশ্যে বার্তা
শ্রীময়ী মায়েদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন। অভিনেত্রীর মতে, মায়েরা নিজেদের সন্তানের খেয়াল রাখুন। আপনারা জানেন না কোথায় বা কিভাবে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।” অর্থাৎ সব সময় সতর্ক থাকতে হবে এমনকি তিনি বয়স্ক মা-বাবাদের কথা উল্লেখ করেন । যাঁদের দেখভাল করার জন্য আয়া সেন্টার থেকে লোক রাখা হয়। অভিনেত্রীর মতে, শুধু বাড়ির লোক নয় আয়া সেন্টার গুলিকেও সতর্ক হতে হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে হবে (Sreemoyee Chattoraj)।
আরও পড়ুন : Made in Kolkata: কেরিয়ার গড়তে শহর ছাড়ার ধুম, সমস্যা মেটাবেন মৈনাক
খোঁজখবর রাখা
অভিনেত্রী শ্রীময়ীর মতে যাঁদেরকে দেখভাল করার জন্য রাখা হচ্ছে, তাঁরা আদৌ কেমন মানুষ তারও খোঁজ নিতে হবে। এমনকি উল্লেখ করেন ,অনেক সময় দেখা যায় অনেকের আধার কার্ড ঠিক থাকে না, অথবা স্বামী বা অভিভাবকের নাম আধারে থাকে না। শুধু তাই নয় অনেক সময় এদের চর্মরোগ থেকে থাকে। ভীষণ অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে থাকে। যা একেবারেই অনুচিত। বিশেষ করে এনারা বাচ্চা বা কোনও বয়স্ক মানুষের দায়িত্ব যখন থাকছেন তাঁদেরকে অবশ্যই হাইজিন মেনটেন করা উচিত (Sreemoyee Chattoraj)।

প্রতিবাদ করা
অভিনেত্রী শ্রীময়ী পরিচারিকা ও আয়া সেন্টার গুলিকে নিয়ে সতর্ক করেছেন সকল মায়েদেরকে, যাতে সকলে সতর্ক থাকতে পারে। অভিনেত্রী মনে করেন, মানুষের জীবনের দাম অনেক বেশি, তাই আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ,ভবিষ্যতেও প্রতিবাদ করবেন। শ্রীময়ী একজন মা হিসেবে সমাজে এক বড় বার্তা দিতে চেয়েছেন,যাতে শিশুর প্রতি সকলের সহানুভূতি ও নিরাপত্তা নিশ্চয়তা পায় (Sreemoyee Chattoraj)।