ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের বয়স বড়জোর এক বছর (Sreemoyee-Kanchan)। কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) আর শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সংসার আলো করে এসেছে একরত্তি কৃষভি। কাঞ্চন কাজে ফিরলেও, শ্রীময়ী এখনও কাজে ফেরেননি। মেয়েকে নিয়েই পার করছেন ব্যস্ত সময়। বিয়ের বছর ঘোরার আগেই পেয়েছেন মাতৃত্বের স্বাদ। এখন তিনি মাতৃত্বকালীন ছুটিতেই রয়েছেন।
সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া (Sreemoyee-Kanchan)
একটা সময় কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি (Sreemoyee-Kanchan)। সেসব কাটিয়ে এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা। এবার তাদের সংসারে এল নতুন সুখবর। আর সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী। এক ভিডিও বার্তায়, শ্রীময়ীর মুখ দেখেই বোঝা যাচ্ছে, অভিনেত্রী ঠিক কতটা খুশি। একটা বছর তিনি অপেক্ষা করেছেন। দীর্ঘ অপেক্ষার পর যখন কাঙ্খিত কোনও জিনিস মানুষ হাতে পায়, তখন তার আনন্দ হয় দ্বিগুণ।
প্রকাশ্যে বিয়ের অ্যালবাম (Sreemoyee-Kanchan)
২০২৪ এ এর ঠিক ভ্যালেন্টাইন্স ডে’র দিন কাঞ্চন আর শ্রীময়ী আইনি বিয়ে সেরেছিলেন (Sreemoyee-Kanchan)। তারপর মার্চ মাসে মালা বদল করে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। ওই একই বছরে কালী পুজোর সময় জন্ম নেয় তাদের মেয়ে। মেয়ের নাম প্রকাশ্যে আনলেও, মেয়ের মুখ এখনও এই তারকা জুটি প্রকাশ্যে আনেননি। সোজা কথায়, ছোট্ট কৃষভিকে নিয়ে এখন কাঞ্চন শ্রীময়ীর ভরা সংসার। আর সেই সংসারে আনন্দের নতুন করে ঝলকানি আনল, কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অ্যালবাম।
আরও পড়ুন: Kaushik Ganguly: ফেডারেশনের সাথে সমস্যা মিটলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের, শুরু হবে ‘জংলা’র শুটিং
ভিডিও বার্তায় শ্রীময়ীর বক্তব্য
হঠাৎ করে, অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় কেনই বা লিখলেন “ক্লান্ত হয়ে গেছিল ,.কিন্তু এখন….”। আসলে এখানে শ্রীময়ী নিজের ক্লান্তির কথা বলেননি। বলেছেন এক ফটোগ্রাফার এবং তার টিমের কথা। বিয়ের বছর ঘুরলেও শ্রীময়ী তাঁর বিয়ের অ্যালবাম পেলেন সম্প্রতি। আর সেই খুশিতে তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। যেখানে শ্রীময়ী লিখেছেন, ” অবশেষে আমি আমার বিয়ের অ্যালবাম পেলাম। এখন দুটো পেয়েছি,আরও দুটো আসবে। কারণ আমার বিয়েতে আমি প্রায় কুড়ি হাজার ছবি তুলেছিলাম। আমার ফটোগ্রাফার এবং তার টিম তার মধ্যে থেকে ছবি বাছতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু যে অ্যালবাম আসতে চলেছে, সেটাই ফাইনাল অ্যালবাম। আমি দারুণ খুশি, দারুণ ব্যাপার এটা”।
আরও পড়ুন: Shah Rukh Khan: ভক্তকে বিয়ে করতে চাইলেন শাহরুখ! কাকে জানালেন ভালোবাসার কথা?
ফটোগ্রাফারের তরফে কী কী পেলেন?
ইনস্টাগ্রামে শেয়ার করা, শ্রীময়ীর ভিডিওতে দেখতে পাওয়া যায়, অভিনেত্রী তাঁর বিয়ের অ্যালবামগুলো নিয়ে বসেছেন। মুখে হাসি। অ্যালবাম পেয়ে যে তিনি ভীষণ খুশি, তা দেখেই বোঝা যাচ্ছে। আর সেই খুশি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ফটোগ্রাফারের তরফে দুটো অ্যালবাম সহ, দুটো ক্যালেন্ডার এবং একটি ডামি অ্যালবাম পেয়েছেন।