ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক তিন দিনের ভারত সফরে এসেছেন।দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।হায়দরাবাদ হাউসে গিয়ে দিশানায়েকের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক ভারত সফরে এসে বসলেন দিপাক্ষিক বৈঠকে। বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এলো দু দেশের আন্তর্জাতিক সম্পর্কের কথা।
রাষ্ট্রপতি হওয়ার পর দিশানায়েকের ভারত সফরে স্পষ্টভাবে যে রাজনৈতিক বার্তা উঠে এসেছে ,তা ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে মনে করছেন বিশেষজ্ঞ মহল । রবিবার দিল্লিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
আরও পড়ুন: Trump on Daylight Saving: ডে-লাইট সেভিং টাইম বন্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্প
অনুরা কুমারা দিশানায়েক শ্রীলঙ্কার বামপন্থী দলের সদস্য এবং চীনপন্থী নেতা হিসেবে পরিচিত। গত সেপ্টেম্বরের নির্বাচনে দিশানায়েকের দল বিপুল সাফল্য অর্জন করে, এবং তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার সরকার গঠিত হয়। শ্রীলঙ্কার ভারত-বিরোধী মনোভাব এবং চীনের প্রতি তাদের ঝোঁক নিয়ে একসময় সংশয় ছিল। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়ে দিশানায়েক স্পষ্টতই জানিয়ে দিলেন যে, শ্রীলঙ্কা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং চীনকে এককভাবে প্রধান মিত্র হিসেবে গ্রহণ করবে না।
আরও পড়ুন: চিন সফরে অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিশেষ বৈঠক।
দিশানায়েকের এই সফর ভারতের প্রতি শ্রীলঙ্কার আস্থার বহিঃপ্রকাশ। বিশেষত, দক্ষিণ এশিয়ার geopolitics-এ এই সফরের গুরুত্ব রয়েছে। ভারত শ্রীলঙ্কার ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায়, এই সফর উভয় দেশের সম্পর্কের উন্নতির পথে একটি বড় পদক্ষেপ ,এমনটাই আশা বিশেষজ্ঞ মহলের ।
শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি ভারতের প্রতি যে স্থিতিশীল ও ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, তা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। পূর্বে বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীনকে নিয়ে যখন ব্যতিব্যস্ত ভারত, তখন দক্ষিণের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রের ভূমিকা ভারতের কাছে আশাব্যঞ্জক।