ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নায়ক নায়িকা জুটিকে নিয়ে নানা আলোচনা হয়। তবে সম্প্রতি একটি সেলফিকে কেন্দ্র করে পরিচালক সৃজিত (Srijit Mukherji) ও সুস্মিতার সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। গুজব উঠে, তাঁরা নাকি প্রেম করছেন! ‘মা ডিয়ার’ ছবির প্রিমিয়ারে একসাথে দেখা গেল সৃজিত ও সুস্মিতাকে (Srijit Mukherji – Susmita Chatterjee)। তাঁদের নিয়ে উঠা জল্পনায় কী বললেন দুজনে?
কী বললেন দু’জনে? (Srijit Mukherji)
সৃজিত মুখার্জির (Srijit Mukherji) পরিচালনায় ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবির শুটিং চলছিল উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামে। পুরীর সমুদ্র সৈকতে সেলফি তোলেন সৃজিত। সেলফিতে দেখা যায় সৃজিত – সুস্মিতাকে ( Srijit – Susmita) একসাথে। আর এই ছবি নিয়ে ওঠে নানা রকম প্রশ্ন। এই ছবি প্রসঙ্গে দুজনে কী বললেন? ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji) প্রথমে সুস্মিতার দিকে তাকিয়ে বলেন, “কী বলবে সুস্মিতা?”
অভিনেত্রী সুস্মিতা বলেন ,”আমি কী বলব। আমরা খুব ভালো বন্ধু। আমরা খুব কাছের বন্ধু। তার থেকে বেশি আর কি বলব। যে যা লিখছে ,আমার কিছু বলার নেই।” অন্যদিকে সৃজিত মুখার্জি (Srijit Mukherji) বলেন, “একটা সাধারণ সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা ২০২৫ এ বাস করি। নাইন্টিন সেঞ্চুরি পিরিয়ডের ছবি বানাই ঠিকই, কিন্তু বাস করছি ২০২৫ সালে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।”
এড়িয়ে যাওয়া (Srijit Mukherji)
সৃজিত (Srijit Mukherji) ও সুস্মিতা (Srijit – Susmita) তাঁদের সম্পর্কে ওঠা জল্পনাকে উড়িয়ে দেন। অর্থাৎ এদিন দুজনেই বিষয়টিকে এড়িয়ে যান, বলে মনে করছেন অনেকেই। এদিন সৃজিতকে সর্বক্ষণে সুস্মিতার কাছাকাছি থাকতে দেখা যায়। তবে সৃজিতের সম্পর্কে গুঞ্জন এই প্রথম নয়, এর আগেও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) কথাও উঠে এসেছে। স্ত্রী মিথিলার সঙ্গেও নানা কথা চর্চায় উঠে আসে বারবার। সম্প্রতি শোনা গিয়েছে, সৃজিত ও মিথিলা পরস্পরের থেকে দূরে রয়েছেন।
আরও পড়ুন: Darshana Banik: ‘মেট্রো ইন দিনো’তে টেনশনে দর্শনা, বলিউডে ভয় পেয়েছেন অভিনেত্রী!
দর্শকের নজরকাড়া
সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee) হলেন ওপার বাংলার নবাগত অভিনেত্রী। তিনি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনেতা করছেন। এর আগেও ‘মৃগয়া’ তে আইটেম গানে তাঁকে দেখা গিয়েছিল। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
আরও পড়ুন: Lata Mangeshkar: অন্যদের সুযোগ দিতেন না লতা মঙ্গেশকর? মুখ খুললেন অনুরাধা
এক ঝাঁক তারকা
‘লও গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে এক ঝাঁক তারকাদের। অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলী, ব্রাত্য বসু, দিব্যজ্যোতি দত্ত, যিশু সেনগুপ্ত প্রমুখরা থাকছেন অভিনয়ে। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে বিনোদিনী রূপে, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে দিব্যজ্যোতি, গিরিশ চন্দ্র ঘোষ চরিত্রে ব্রাত্য বসু ও নিত্যানন্দ প্রভুর চরিত্রে যিশু সেনগুপ্ত।