ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেকের পর কেক খেয়েই যাচ্ছেন (Sritama Bhattacharjee)। খাবেন নাই বা কেন! আজ তাঁর জন্মদিন (Birthday) বলে কথা, তাঁরই তো দিন আজ। এক একটা নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত কাটা হয়েছে গেছে পাঁচটা কেক, সেই কেকের স্বাদ একেবারে চেটেপুটে নিলেন ‘মা’ সিরিয়ালের অভিনয় করে সাফল্য পাওয়া অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama)। সিরিয়ালের সেটেই জমিয়ে পালন করা হল তাঁর জন্মদিন। সবটাই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
জীবনে নেই কোনও বন্ধু (Sritama Bhattacharjee)
সত্যি সেই ছোট্ট ঝিলিক দেখতে দেখতে কত বড় হয়ে গেল (Sritama Bhattacharjee)। অভিনয় করতে করতে তিনি কাজ শিখেছেন। শ্রীতমা বরাবরই তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে বেছে নেন অপরাজিতা আঢ্যকে। অভিনয় জগতে পা রাখার পর অপরাজিতা আঢ্যকে পেয়েছিলেন অভিভাবকের রূপে। তিনি তাঁর অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন এতোগুলো বছর এই বাংলা ইন্ডাস্ট্রিতে থেকেও তাঁর জীবনে তেমন কোনও বন্ধু হয়নি। অনেকের সঙ্গেই খুব ভালো সম্পর্ক হয়েছে ঠিকই, তবে ভালো সম্পর্ক মানেই যে বন্ধুত্বের সম্পর্ক তেমনটা নয়। অভিনয় জগতের পাশাপাশি তিনি সদ্যই পা রেখেছেন রাজনীতির ময়দানেও।
শ্যুটিং সেটে জন্মদিন পালন (Sritama Bhattacharjee)
‘মা’ সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয়, তারপর ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে কাস্ট, এছাড়াও ‘দেবী চৌধুরানী’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে (Sritama Bhattacharjee)। শ্যুটিং সেটের মধ্যেই ধুমধাম করে পালন করা হল তাঁর জন্মদিন। তাঁর পরনে ছিল লাল শাড়ি। চোখে মুখে কেক লেগে তাঁর।
আরও পড়ুন: Jisshu-Nilanjanaa: যীশু অতীত, নতুন জীবনের পথে নীলাঞ্জনা! দিলেন বড় ইঙ্গিত
‘তেঁতুল পাতা’ সিরিয়ালের বাকি অভিনেতা এবং অভিনেত্রিদের দেখা গিয়েছে তাঁর জন্মদিন পালনে। সেটের মধ্যে যে কেক কাটা হয়েছে তাতে লেখা ছিল শ্রীতমার জনপ্রিয় ডায়লগ। যা দেখে আনন্দে উচ্ছ্বসিত অভিনেত্রী। কেবল কেক নয়, ফ্লোরে খাওয়া দাওয়ার একাধিক মেনু ছিল। আর সেই মেনুতে থাকা খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার মটন বলেই জানিয়েছেন শ্রীতমা। এর পাশাপাশি মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ি আলুভাজা, ধনে পাতা দিয়ে ভেটকি মাছ, যা খেতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। ছিল শ্রীতমার পছন্দের তালিকায় থাকা বেশ কিছু মিষ্টি। যা চেখে দেখতেও বড় আগ্রহী ছিল শ্রীতমা। সব মিলিয়ে শনিবাসরীয় দিনে ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকের সেট ছিল পুরো জমজমাট।
আরও পড়ুন: Kangana Ranaut: পাকিস্তান আরশোলা, মানচিত্র থেকে শত্রুকে মুছে দিতে কী বললেন কঙ্গনা?
জন্মদিনে জগন্নাথের কাছে কী চাইলেন অভিনেত্রী ?
প্রতিবছরের মতো এবছরও জগু দাদাকে পুজো দিয়ে কাজে বেরিয়েছেন তিনি। সেটে তাঁর সঙ্গে এসেছেন তাঁর মা। গতবছর জন্মদিনের দিন শুভ দিন উপলক্ষে বাড়িতে জগন্নাথের মূর্তি স্থাপন করেছিলেন। জন্মদিনের দিন ঠাকুরের কাছে কী চাইলেন অভিনেত্রী? তাঁর কথায় সকলে যেন সুস্থ এবং ভালো থাকে, পাশাপাশি তিনি তাঁর কাজের উচ্চ শিখরে আরও যেন পৌঁছতে পারে, এটাই তাঁর একমাত্র চাওয়া ভগবানের কাছে।
বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন
কেবল পরিবার বা সেটের মানুষদের সঙ্গে সময় কাটানো নয়, সন্ধ্যে বেলা তিনি যাবেন একটি বৃদ্ধাশ্রমে। বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের আশীর্বাদ নিয়ে ফিরবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এর পর বাড়িতে এসে ঠাকুরকে ভোগ দিয়ে যাবেন নিজের বেস্টফ্রেন্ডের বাড়িতে। সারাদিন সকলের সঙ্গে সময় কাটিয়ে অভিনেত্রী তাঁর জন্মদিন উদযাপন করলেন।