ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা ৯৫ দিন। বাড়ি, ব্যবসা, স্ত্রী, মাকে সবাইকে ছেড়ে বসে রয়েছেন শাহরুখের (Shah Rukh Khan) বাড়ি মন্নতের (mannat) সামনে। এই যুবকের বাড়ি ঝাড়খণ্ড (Jharkhand)। অথচ তিনি মুম্বইতে (Mumbai) এসেছেন নিজের গাড়ি চালিয়ে। স্বপ্ন একটাই, শাহরুখ খানের (SRK Meets Fan) সঙ্গে একবার দেখা।
শাহরুখ খান বলিউডের (SRK Meets Fan) কিং খান (King Khan)। তাঁর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে থাকেন লক্ষ লক্ষ অনুরাগী। এমনটা একেবারেই নতুন নয়। কিন্তু তা বলে ৯৫ দিন। ভাবুন তো। শাহরুখের কত বড় ফ্যান হলে, এমনটা করা যায়। যদিও তার স্বপ্ন অবশেষে সত্যি হল। শাহরুখ খান তার সঙ্গে দেখা করলেন। এমনকি সেলফিও (Selfie) তুললেন হাসিমুখে।
ভাইরাল গল্প (SRK Meets Fan)
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, সংবাদ মাধ্যমে শাহরুখের এই জাবরা ফ্যানের গল্প এখন তুমুল ভাইরাল। ঝাড়খণ্ডের এই যুবকটি কী কাণ্ড করেছেন জানেন? শাহরুখকে একবার দেখার (SRK Meets Fan) জন্য ৯৫ দিনে কি কি করেছেন, জানলে অবাক হবেন আপনিও।
আরও পড়ুন: Helena Luke: প্রয়াত মিঠুনের প্রথম স্ত্রী, চর্চায় মাত্র ৪ মাসের সংসার!
তিন মাস পর স্বপ্নপূরণ (SRK Meets Fan)
তিন মাস পর শাহরুখের জাবরা ফ্যানের স্বপ্নপূরণ হল। মন্নতের বাইরে অপেক্ষারত অনুরাগীর সঙ্গে দেখা করলেন বাদশা। শুধুমাত্র শাহরুখের সঙ্গে দেখা করবেন। আর অন্য কোনও কারণে নয়। তিনি ঝাড়খণ্ড থেকে মুম্বই এসে বান্দ্রায় মন্নতের সামনে দিনের পর দিন টানা অপেক্ষা করছিলেন। অনেকেই মনে করেছিলেন, হয়ত শাহরুখের এই অনুরাগীর মনের ইচ্ছা পূরণ হবে না। কিন্তু শাহরুখ যে বাদশা।
হতাশ করেননা বাদশা
এর আগেও বহুবার দেখা গিয়েছে। অনুরাগীদের তিনি হতাশ করেন না। ভীষণ মাটির মানুষ শাহরুখ। একটু অন্য ধাঁচে গড়া। এবারেও তার ব্যতিক্রম হল না। তিনি তার অনুরাগীর স্বপ্ন পূরণ (SRK Meets Fan) করলেন। ঝাড়খণ্ডের ওই যুবকের সঙ্গে দেখা করলেন। একসঙ্গে ছবি তুললেন।
কী করেন ওই যুবক?
ঝাড়খণ্ডের ওই যুবক একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালান। শুধুমাত্র অভিনেতার সঙ্গে দেখা করবেন বলে সেই কেন্দ্রটি বন্ধ করে দেন। তারপর চলে আসেন মুম্বইতে। শুরু হয়ে যায় অপেক্ষার পালা। তিনি প্রতিদিন ঠিক কিভাবে অপেক্ষা করছেন, তার ছবি একাধিক ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়াতে থাকে। পোস্টার হাতে এক একটি দিন তিনি কীভাবে কাটাচ্ছেন, তাও লিখে রেখেছিলেন।
আরও পড়ুন: Indrani Haldar Comeback: গায়েব হয়ে গিয়েছিলেন ইন্দ্রানী হালদার, ফিরতেই চেনা দায়! কী হয়েছিল?
জন্মদিনে কিং খান
গত ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন। তার মাঝে একাধিক সংবাদ মাধ্যমে ঝাড়খণ্ডের ওই যুবকের খবর নিয়ে লেখালেখি শুরু হতেই নড়েচড়ে বসে শাহরুখের টিম। অনুরাগীকে শাহরুখ নিজে তাঁর বাড়ির অন্দরমহলে ডেকে নিয়ে যান।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কষ্ট দেন না শাহরুখ
খেয়াল করে দেখবেন, শাহরুখ কিন্তু কখনই তার অনুরাগীদের কষ্ট দিতে চান না। এবারেও তাই করলেন। ঝাড়খণ্ডের অনুরাগীর সঙ্গে দেখা করে তিনি সেটা প্রমাণ করে দিলেন। যদিও তিনি তাঁর জন্মদিনে এই অনুরাগীর সঙ্গে দেখা করেছেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে প্রতিবছর যেমন নিয়ম করে জন্মদিনের দিন শাহরুখ তাঁর বাড়ির বাইরে অনুরাগীদের দর্শন দেন, এই বছর তার ব্যতিক্রম ঘটেছে। নিরাপত্তার কারণে মন্নতের বারান্দায় অভিনেতাকে দেখা যায়নি। পারিবারিকভাবে সেলিব্রেশন করেছেন। জন্মদিনে কিছুটা নিভৃতে সময় কাটিয়েছেন ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে। জানিয়েছেন, তিনি আর ধূমপান করছেন না। আপাতত প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী ছবি ‘ কিং’ (King ) এর জন্য।