ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ-গৌরীর স্বপ্নের বাড়ি ‘মন্নত’ (Mannat)। কিন্তু চাইলেই তাঁরা বাড়ির রদবদল করতে পারেন না। বাড়ির ভিতর যত ইচ্ছা গৌরী (Gauri Khan) নিজের হাতে সাজাতে পারেন। কিন্তু বাড়ির বাইরে পরিবর্তন চাইলে প্রশাসনের অনুমতি দরকার। কিন্তু কেন জানেন? আসলে তাঁদের মন্নাত হেরিটেজ তকমা প্রাপ্ত। আজ্ঞে হ্যাঁ। মন্নত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে।
পছন্দের বাড়ি (Mannat)
সময়টা তখন ২০০১। মুম্বাইয়ে (Mumbai) বান্দ্রা বাস স্ট্যান্ডের অভিজাত পাড়ায় শাহরুখ (Shah Rukh Khan) আর গৌরী তাদের এই সুন্দর বাড়িটি কিনেছিলেন (Mannat)। বাড়িটি সমুদ্রমুখী। দু’জনের বেশ পছন্দ হয়েছিল। তারপর একটু একটু করে নিজেদের পরিশ্রমে মনের মতো করে মন্নতকে সাজিয়ে তোলেন। মন্নতের মধ্যে প্রচুর বিরল সামগ্রী রয়েছে। আর তাছাড়া এসব সংগ্রহের নেশা রয়েছে এই তারকা জুটির। কিন্তু বাড়ির বাইরে কোনও রদবদল আনতে গেলে নগর প্রশাসনের অনুমতি দরকার। তাই গৌরী মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদন জমা দিয়েছিলেন। অবশেষে সেই ছাড়পত্র মিলল।
বাড়ির নকশা (Mannat)
মন্নতের এরিয়া প্রায় ২৭ হাজার বর্গফুট। বাড়ির মধ্যে কী নেই! বিরল ছবি থেকে শুরু করে বহু মূল্য সামগ্রী রয়েছে। বাড়িটির মূল্য বর্তমান দিনে দাঁড়িয়ে অন্তত ২০০ কোটি টাকা। বিদেশ থেকে আনানো বহু দুর্মূল্য জিনিস দিয়ে বাড়িটি সাজানো রয়েছে। আশ্চর্য সব ভাস্কর্যের কাজও দেখতে পাওয়া যায়। বলা হয়, এগুলি সবই গৌরীর ভীষণ পছন্দের। একসময় শাহরুখের ইচ্ছায়, গৌরী বাড়ির ভিতরে একটা সিনেমা হল তৈরি করেছিলেন। যেখানে ৪২ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। যার প্রবেশদ্বারে সাজানো রয়েছে তিনটি ছবির বিশাল পোস্টার। সেই তালিকায় আছে ‘রাম অউর শ্যাম’, ‘মুঘল ই আজম’ আর ‘শোলে’।
আরও পড়ুন: Arjun Kapoor: পাঁচ বছর অনেক কষ্ট করেছেন, মালাইকাকে নিয়ে অর্জুনের আক্ষেপ!
নতুন ইচ্ছা
গৌরীর ইচ্ছা আরও দুটি তলা তিনি নতুন করে যুক্ত করবেন। অর্থাৎ ছয় তলা বাড়ি এবার হবে আট তলা। খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা। কিন্তু বাড়ির এই রদবদল সহজ নয়। প্রশাসনের অনুমতির প্রয়োজন। তাই সমস্ত নিয়ম মেনে গৌরী আর শাহরুখ সেই পথেই এগোচ্ছেন। প্রশাসনের কাছে আবেদন পত্র জমা দিয়েছিলেন। আর তার ছাড়পত্রও পেয়ে গেলেন। অর্থাৎ সোজা কথায়, শাহরুখের মন্নতে এখন বড়সড় বদল আসতে চলেছে।
আরও পড়ুন: Salman Khan: বিষ্ণোই গ্যাংয়ের ভয়! সলমনের জন্মদিন সেলিব্রেশনে কড়া নিরাপত্তা
পর্যটকদের আকর্ষণ
এই ছয় তলা বাড়িটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। তবে বাড়িটি আর বেশি দিন ছয় তলা থাকবে না। খুব শীঘ্রই ৮ তলা হবে। নতুন মন্নতের চেহারা কেমন হবে, এখন আন্দাজ করা যাচ্ছে না। তবে সেটা নিশ্চয়ই ব্যতিক্রম হবে, তা বলাই বাহুল্য। তাই নতুন মন্নতের চেহারা দেখতে মুখিয়ে রয়েছেন শাহরুখ-গৌরীর অনুরাগীরা।