Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত দাগি বা অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC Case)। ১৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু যোগ্য প্রার্থীদের একাংশের দাবি আরও অনেক অযোগ্যকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকা কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করা হয় সোমবার।
অযোগ্যদের তালিকায় এত নাম কম কেন? (SSC Case)
বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, সিবিআই এর তালিকায় এর থেকেও অনেক বেশি অযোগ্যের নাম থাকলেও এসএসসির (SSC Case) প্রকাশিত তালিকায় এত নাম কম কেন? বিচারপতি সঞ্জয় কুমার এসএসসি কে জিজ্ঞাসা করেন সমস্ত অযোগ্যদের নাম তালিকায় রাখা হয়েছে কিনা এবং কোন অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ পায়নি তো?
আরও পড়ুন : Calcutta High Court : পরীক্ষায় বসার আবেদন,হাইকোর্টের দ্বারস্থ অযোগ্যদের একাংশ
‘কোনও অযোগ্য তালিকা থেকে বাদ পড়েননি’ (SSC Case)
তার উত্তরে এসএসসি-এর আইনজীবী আদালতকে জানান, কোনও অযোগ্য তালিকা থেকে বাদ পড়েননি। এবং কোনও অযোগ্য পরীক্ষায় যাতে বসতে না পারে সেই দিকে সতর্ক এসএসসি (SSC Case)।
অযোগ্যদের তালিকায় এত নাম কম কেন? তার উত্তরে কমিশনের আইনজীবী প্রীতিকা দ্বিবেদি জানান, সিবিআই এর সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যারা নিযুক্ত হয়েছিল, কমিশন প্রকাশিত তালিকায় শুধু তাদের নামই আছে, যারা নিযুক্তদের মধ্যে দাগি।
আরও পড়ুন : WB Weather Report: সক্রিয় মৌসুমি বায়ুর জের, দক্ষিণে ফের বৃষ্টির আশঙ্কা!
সুপ্রিম কোর্টের নির্দেশ
এদিন সুপ্রিম কোর্ট আবারও কমিশনকে বলেন, কোনও অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে। তার উত্তরে কমিশনের আইনজীবী আদালতকে জানান, কমিশন সেদিকে নজর রাখছে। দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।