ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এক লহমায় চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার। রায় ঘোষণার ২৪ ঘণ্টারও পরেও ধোঁয়াশা কাটেনি কমিশনের (Recruitment Case Verdict)। নতুন নিয়োগে কারা অংশ নেবেন, সুপ্রিম কোর্টের রায়ে তা স্পষ্ট উল্লেখ করা নেই বলে জানান এসএসসি চেয়ারম্যান।
সুপ্রিম কোর্টের রায়ে (Recruitment Case Verdict) চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর। ঘোষিত রায়ে বলা হয়েছে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করা সম্ভব হয়নি। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পর থেকেই প্রশ্ন উঠছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মূল প্রশ্ন, কবে শুরু হবে নিয়োগ, কারা অংশ নিতে পারবেন। রায় ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর মুখ খুলল স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন: SSC Recruitment Case: যোগ্যতা নিয়ে জটিলতা, জবাব দিলেন ব্রাত্য
তবে, রায় নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি স্কুল সার্ভিস কমিশনের। তেমনটাই বললেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। “আইনি ব্যাখ্যা না নিয়ে পদক্ষেপ করতে পারব না। প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি।” জানালেন এসএসসি-র চেয়ারম্যান।
চাকরিহারাদের পাশে থাকার বার্তা ব্রাত্যর (Recruitment Case Verdict)
প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। ‘যোগ্য’ কিন্তু চাকরিহারাদের বার্তা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই রায় পুনর্বিবেচনা করার জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন (Recruitment Case Verdict) জানানো হবে কিনা, তা নিয়ে ব্রাত্য জানান, সেই সিদ্ধান্ত এসএসসির।
আরও পড়ুন: Mamata Banerjee: চাকরিহারা শিক্ষকদের পাশে মুখ্যমন্ত্রী, ইন্ডোরে ‘রাজনৈতিক মোকাবিলা’র সভা
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চাকরি বাতিলের রায় বিধানসভা ভোটের আগে একটা বড় ধাক্কা শাসক দলে কাছে। তাই চাকরি বাতিল ইস্যুতে কীভাবে এগোবে তৃণমূল? আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেই বৈঠকের রণকৌশল ঠিক করতে এই বৈঠক হতে পারে বলেও সূত্রের খবর।