ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি (West Bengal School Service Commission) চাকরি বাতিল নিয়ে আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এসএসসি নিয়ে আদালত অবমাননার মামলা (SSC Contempt Case) হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনবে কিনা, তাই নিয়ে আবার শুনানি হবে ১ মে। ওই দিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেওয়া যুক্তির পাল্টা জবাব দেবে রাজ্য এবং এসএসসি।
এসএসসি নিয়ে আদালত অবমাননার মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনবে? SSC Contempt Case)
সোমবার আদালতে প্রাথমিকভাবে শোনা হয় মামলার বিষয়টি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালত অবমাননার মামলার সঙ্গে জড়িত বিভিন্ন আইনি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ মানা না হলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন মামলা শোনবে না? এই বিষয়টি উঠে আসে শুনানির সময়। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত বলেন, “বোম্বে হাইকোর্টের একটি রায় অনুযায়ী, এই মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শোনার কোনো এক্তিয়ার নেই।”
এর উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আদালত অবমাননা মামলা (SSC Contempt Case) নিয়ে কথা বলে, আদালত নির্দেশ অমান্য হওয়ার কথা বলেন।” তিনি আরও যুক্তি দেন, দিল্লি হাইকোর্ট ও কেরালা হাইকোর্টের রায় উল্লেখ করে আদালত অবমাননা মামলা শোনার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। তবে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন, “কোনো কোর্টের নির্দেশ অমান্য হলে হাইকোর্ট তা শোনার ক্ষমতা রাখে কিনা?”
রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, “তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ অনুযায়ী, এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনবে না।” তিনি উল্লেখ করেন যে, সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের নির্দেশের পর আদালত অবমাননার বিষয়টি পুনর্বিবেচনা করা যাবে না।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা যুক্তি দিয়ে বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের কার্যকরতা নিয়ে আরও বড় প্রশ্ন উঠছে।” তিনি দাবি করেন, আদালত যদি তার নির্দেশ না মানা হয় তবে হাইকোর্টের অধিকার রয়েছে ওই মামলা (SSC Contempt Case) শুনে সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়ার।
বিচারপতি দেবাংশু বসাক এ বিষয়ে মন্তব্য করেন, “যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হয়, তবে হাইকোর্টের এখতিয়ার থাকতে পারে, তবে সেটি রিভিউয়ের আকারে হবে।”
এই মামলায় একদিকে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, অন্যদিকে মামলাটি নিয়ে আদালতের রায় আসবে ১ মে, যেখানে আদালত অবমাননা মামলার শুনানি এবং কার্যক্রম নিয়ে স্পষ্ট দিশা মিলবে।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাটি (SSC Contempt Case) বহুদিন ধরেই আদালতের কোটায় রয়েছে। মামলার অন্যতম মূল বিষয় ছিল ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং সে সম্পর্কিত অভিযোগ। ২০২২ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তবে রাজ্য সরকার সেই নির্দেশ পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ ওঠে।
এখন, ১ মে পরবর্তী শুনানির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালত অবমাননার মামলা (SSC Contempt Case) শোনার এক্তিয়ারের বিষয়ে নতুন দিক নির্দেশনা আসতে পারে।