Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় ৯ বছর পর পশ্চিমবঙ্গে নেওয়া (SSC Exam) হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে যেমন তীব্র উৎসাহ লক্ষ করা যাচ্ছে, তেমনই উঠছে একাধিক বিতর্ক ও অভিযোগের সুর।
বিজেপি শাসিত রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে বহু পরীক্ষার্থী (SSC Exam)
কোচবিহারসহ রাজ্যের বিভিন্ন জেলায় পরীক্ষাকেন্দ্র (SSC Exam) তৈরি হয়েছে। শুধুমাত্র কোচবিহার জেলাতেই ৩০টি কেন্দ্রে বসেছেন প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী। আশ্চর্যের বিষয়, এই পরীক্ষায় অংশ নিতে উত্তরপ্রদেশ ও বিহারের মতো বিজেপি শাসিত রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে এসেছেন। উত্তরপ্রদেশের বারাণসী ও জৌনপুর থেকে আগত পরীক্ষার্থীদের উপস্থিতি ইতিমধ্যেই সমালোচনা ও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পরীক্ষা চত্বরে কড়া নিরাপত্তা (SSC Exam)
রাজ্য সরকারের পক্ষ থেকে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও (SSC Exam) খামতি রাখা হয়নি। পুলিশ সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে একজন করে পুলিশ আধিকারিক ও চারজন করে পুলিশকর্মী। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল নজরদারি এবং কড়া নিরাপত্তা।
আরও পড়ুন: Daily Horoscope: চন্দ্রে লাগবে গ্রহণ, রবিবার কেমন কাটবে আপনার?
মুখ্যমন্ত্রীর আত্মীয়কে অ্যাডমিট কার্ড!
এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রাজনীতির পারদও চড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের অভিযোগ তুলেছেন প্রশ্নপত্র বিক্রি ও অনিয়ম নিয়ে। তাঁর দাবি, “১৫২ জন দাগি পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রীর আত্মীয়।” তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে ‘প্রহসন’ বলেও কটাক্ষ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে সরকারি পক্ষ এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

খোলা হয়েছে কন্ট্রোল রুম
এসএসসি ও স্কুল শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় কার্যালয়েই নয়, আঞ্চলিক দপ্তরগুলিতেও নম্বর চালু করা হয়েছে, যাতে যেকোনও সমস্যা বা অভিযোগ দ্রুত সমাধান করা যায়।